More
    Homeরাজনৈতিকরাত পোহালেই রাজ্যে চতুর্থ দফায় ভোট, নিরাপত্তার দায়িত্বে মোতায়েন মোট ৯০০ কোম্পানি...

    রাত পোহালেই রাজ্যে চতুর্থ দফায় ভোট, নিরাপত্তার দায়িত্বে মোতায়েন মোট ৯০০ কোম্পানি বাহিনী

    রাজ্যের ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তরজা এখন তুঙ্গে। আর রাত পোহালেই চতুর্থ দফায় ভোট। পাঁচ জেলায় ভোট হতে চলেছে ৪৪টি আসনে। ফলে বাড়ছে কেন্দ্রীয় বাহিনীও। প্রথম তিন দফার ভোটে অশান্তির ছবি দেখছে বাংলার মানুষ। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও উঠেছে ভুড়ি ভুড়ি অভিযোগ। শনিবার পাঁচ জেলায় ৪৪টি আসনে ভোট শান্তিপূর্ণ করতে কোমর বাঁধছে কমিশন। এই দফায় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে মোট ৯০০ কোম্পানি বাহিনী।

    চতুর্থ দফায় ভোট হবে উত্তরবঙ্গের দুই জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ারে। আর দক্ষিণবঙ্গের তিন জেলা হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা। আলিপুরদুয়ারে মোতায়েন থাকছে ৯৯ কোম্পানি। বারুইপুরে থাকছে ৪৫ কোম্পানি। চন্দননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৮৪ কোম্পানি‌। কোচবিহার পৌঁছেছে ১৮৮ কোম্পানি। ডায়মন্ডহারবারে রাখা হচ্ছে ৩৯ কোম্পানি। হুগলি গ্রামীণ অঞ্চলের জন্য ৯১ কোম্পানি। হাওড়া পুলিশ কমিশনারেটে রাখা হচ্ছে ১০৩ কোম্পানি। হাওড়া গ্রামীণে ৩৭ কোম্পানি আধাসেনা মোতায়েন থাকছে। জলপাইগুড়িতে ৬ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনারেট ১০১ কোম্পানি মোতায়েন থাকছে। চন্দননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৭৩ কোম্পানি।

    এই পর্বে কোচবিহার জেলায় ভোট হবে—মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ। আলিপুরদুয়ারের মোট চারটি আসনে বিধানসভা ভোট রয়েছে। কেন্দ্রগুলি হল—কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট। হাওড়ায় ভোটগ্রহণ হবে ৯টি আসনে। কেন্দ্রগুলি হল—বালি, হাওড়া মধ্য, হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, শিবপুর, পাঁচলা, সাঁকরাইল, উলুবেড়িয়া পূর্ব, জোমজুড়। হুগলির ১০ আসনে—উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুঁড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলাতে ভোট হবে। আর দক্ষিণ ২৪ পরগনার ১১ আসনে ভোট হবে। কেন্দ্রগুলি হল—সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments