More
    Homeখবররিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির মূল্য বৃদ্ধির হার নিয়ে আলোচনা।

    রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির মূল্য বৃদ্ধির হার নিয়ে আলোচনা।

    Today Kolkata:- রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির মূল্য বৃদ্ধির হার নির্দিষ্ট লক্ষ্যে নামিয়ে আনতে না পারার ব্যাপারে আলোচনা এবং সরকারের কাছে পাঠানোর রিপোর্ট তৈরি করতে গতকাল বৈঠকে বসেন। সভাপতিত্ব করেন RBI এর গভর্নর শক্তিকান্ত দাস। আইন অনুযায়ী খুচরো মূল্যসূচক ভিত্তিক মুদ্রাস্ফীতির হার, আরবিআইকে দুই থেকে ছয় শতাংশে রাখতে হবে। কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনটি ত্রৈমাসিকে এই হার, লক্ষ্যমাত্রার উর্ধ্বসীমা ছাড়িয়ে গেছে। এর কারণ বিশদে ব্যাখ্যা করে এবং এই হার ছ শতাংশের নিচে নামানোর পরিকল্পনা জানিয়ে সরকারের কাছে রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রীয় ব্যাঙ্ককে।

    রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির মূল্য বৃদ্ধির হার নিয়ে আলোচনা।

    Karnataka State Police চাকরির বয়স বাড়ানোর দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ , চাকরি প্রার্থীকে ‘চড়’ মারলেন পুলিশকর্মী।

    Suvendu Adhikari & Mamata Banerjee চাকরি নিয়োগ দুর্নীতির ১ নম্বর কিংপিন মমতা, বিস্ফোরক দাবি শুভেন্দুর।

    Supreme Court প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিককে অপসারণে স্থগিতাদেশ, জানাল সুপ্রিম কোর্ট।

    Arihant submarine পরমাণু সাবমেরিন আরিহান্ত থেকে নিখুঁত টার্গেট মিসাইলের, সফল উৎক্ষেপণ ভারতের।

    Avishek Banerjee অস্ত্রোপচার হল অভিষেকের চোখে, ট্যুইটে বিরোধীদের নিশানা কুণালের।

    MORE NEWS – আগামী সপ্তাহে বঙ্গে ফের নিম্নচাপের সম্ভাবনা।

    যেন পিছু ছাড়তে চাইছে না। ফের নিম্নচাপের ভ্রুকুটি। কালীপুজোর পর থেকেই তাপমাত্রা ক্রমশ নিম্নগামী। আগামী কয়েকদিন এমনই তাপমাত্রা থাকবে। পূর্বাভাসের একথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহে শেষের দিক থেকে জেলায় শীতের আমেজ বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় সিকিম, দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হতে পারে। CONTINUE READING

    MORE NEWS – আগামী তিন সপ্তাহের জন্য হাঁটা নিষেধ ইমরানের।

    চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আগামী তিন সপ্তাহের জন্য হাঁটা বারণ ইমরান খানের (Imran Khan)। আপাতত তিন সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে৷ হাসপাতাল সূত্রে এমনই জানানো হয়েছে৷ পাকিস্তানের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ফয়জল সুলতান খানের নেতৃত্বে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে৷ সেই টিমের নজরদারিতে থাকবেন তিনি৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইমরান খানের শরীরে মোট তিনটি বুলেটের ক্ষত ছিল৷ পা বুলেটবিদ্ধ হয়েছিল৷ সেই কারণেই চলাফেরার অসুবিধার জন্য তাঁকে আপাতত বেডরেস্টে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক৷ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments