More
    Homeকলকাতাকলকাতার রিজার্ভ ব্যাঙ্কের (RBI) দফতর থেকে নোটের বান্ডিল চুরি

    কলকাতার রিজার্ভ ব্যাঙ্কের (RBI) দফতর থেকে নোটের বান্ডিল চুরি

    Today Kolkata:-  কলকাতার রিজার্ভ ব্যাঙ্কের (RBI) দফতর থেকে নোটের বান্ডিল চুরি । তদন্তে নেমে ব্যাঙ্কেরই এক ঠিকাকর্মীকে গ্রেফতার করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তবে প্রশ্ন উঠছে, রিজার্ভ ব্যাঙ্কের মতো কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে চুরির ঘটনা কী ভাবে ঘটল।  রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করেছিল, তাদের পুরনো ও নোংরা নোটের জায়গা থেকে পঞ্চাশ টাকার নোটের দু’টি বান্ডিল পাওয়া যাচ্ছে না।

     

    জানা গেছে দু’টি বান্ডিল মিলিয়ে এক লক্ষ টাকা ছিল। ট্রাঙ্কে করে ওই টাকা বাতিলের জন্য পাঠানো হচ্ছিল। ট্রাঙ্ক সরানোর সময়েই হাত সাফাই হয় বলে প্রাথমিক অনুমান ছিল রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর জিজ্ঞাসাবাদ করা হয় শঙ্করকে। তারপর তাঁকে গ্রেফতার করা হয়।

    আরও পড়ুন – DA কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন সরকারি কর্মচারী সংগঠন।

    তদন্তকারীদের একাংশ জানিয়েছেন, নোংরা এবং নষ্ট নোটগুলি যে লোহার ট্রাঙ্কে থাকে, সেটি সরানোর সময়ে শঙ্কর টের পায়, ভিতরে কিছু রয়েছে। সে সেটি খুলে ৫০ টাকার দু’টি বান্ডিল নিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে বেরিয়ে যায়। এরপর বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করে চুরি যাওয়া টাকার অর্ধেকটা উদ্ধার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ধৃতের নাম শঙ্কর সরোজ। তার বাড়ি হুগলির চণ্ডীতলায়। ধৃতকে শুক্রবার আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তবে কী ভাবে সে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে বাইরে চলে গেল, তা জানার চেষ্টা চলছে।

     

    উল্লেখ্য, কলকাতার রিজার্ভ ব্যাঙ্কের (RBI) দফতর থেকে নোটের বান্ডিল চুরি । তদন্তে নেমে ব্যাঙ্কেরই এক ঠিকাকর্মীকে গ্রেফতার করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তবে প্রশ্ন উঠছে, রিজার্ভ ব্যাঙ্কের মতো কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে চুরির ঘটনা কী ভাবে ঘটল।  রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করেছিল, তাদের পুরনো ও নোংরা নোটের জায়গা থেকে পঞ্চাশ টাকার নোটের দু’টি বান্ডিল পাওয়া যাচ্ছে না।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments