More
    Homeপশ্চিমবঙ্গলোকাল ট্রেন চালানোর দাবিতে দত্তপুকুরে তুমুল বিক্ষোভ!‌ অবরোধ রেললাইনে

    লোকাল ট্রেন চালানোর দাবিতে দত্তপুকুরে তুমুল বিক্ষোভ!‌ অবরোধ রেললাইনে

    লোকাল ট্রেন চালানোর দাবিতে বুধবার সকাল থেকে বিক্ষোভ শিয়ালদহ-বনগাঁ শাখায়। দত্তপুকুর স্টেশনে রেললাইন অবরোধ করেন যাত্রীরা। প্রায় ঘন্টা দেড়েক ধরে চলে সেই অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেল পুলিশ এলেও বিক্ষোভ জারি রাখেন যাত্রীরা। বিক্ষোভকারীদের দাবি, অফিস টাইমে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। প্রবল ভিড়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করা যাচ্ছে না। ট্রেন থেকে পড়ে যাচ্ছেন অনেকে।

    লোকাল ট্রেন চালানোর দাবিতে দত্তপুকুরে তুমুল বিক্ষোভ!‌ অবরোধ রেললাইনে

    Read More- বাইক চুরি চক্রের পর্দাফাস, গ্রেপ্তার ৪

    বিক্ষোভকারীরা জানান, বারাসত, মধ্যমগ্রাম থেকে লোকাল চললেও দত্তপুকুর স্টেশন থেকে কোনও লোকাল ট্রেন চলছে না অফিস টাইমে। মূলত ৮:৪২ ও:৪২-এর দত্তপুকুর লোকাল অবিলম্বে চালু করার দাবিতেই অবরোধ বিক্ষোভ করেন যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছে যায় জিআরপি। যাত্রীদের সঙ্গে কথা বলে মধ্যস্থতায় আসার চেষ্টা করেন তাঁরা। রেল পুলিশের দাবি, এ বিষয়ে তাঁদের কোনও হাত নেই। রাজ্য সরকারের অনুমতি পেলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কিন্তু করোনা আবহে সেই অনুমতি মিলছে না। এদিন দেড় ঘন্টা কেটে গেলেও অবরোধ থেকে পিছু হটেননি যাত্রীরা। ট্রেন চলাচল স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments