More
    Homeপশ্চিমবঙ্গশিল্পক্ষেত্রে বিনিয়োগে গতি আনতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ নবান্নের, বদল হল ইনসেনটিভ নীতি

    শিল্পক্ষেত্রে বিনিয়োগে গতি আনতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ নবান্নের, বদল হল ইনসেনটিভ নীতি

    শিল্পক্ষেত্রে বিনিয়োগে গতি আনতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। বদল করা হল
    ইনসেনটিভ নীতি।আগে ইনসেনটিভ দেওয়া হত কাজ শেষ হওয়ার পর। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবার আর কাজের শেষে নয়, কাজ চলাকালীন ধাপে-ধাপে তারা প্রতিটি শিল্পসংস্থাকে এই ইনসেনটিভ দেবে। ইনসেনটিভের অর্থমূল্য যা ছিল, তাই থাকবে (১০০ শতাংশ)। নবান্ন সূত্রে খবর, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১০০ শতাংশের মধ্যে প্রথম পর্যায়ে দেওয়া হবে ২০ শতাংশ। বাকি ৮০ শতাংশের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ৩০ শতাংশ এবং তৃতীয় পর্যায়ে ৫০ শতাংশ।

    শিল্পক্ষেত্রে বিনিয়োগে গতি আনতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ নবান্নের, বদল হল ইনসেনটিভ নীতি

    Read More-কয়লা পাচার-কাণ্ডে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব ইডি’র

    শিল্প মহলের একাংশ রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি। তারা মনে করছে, যে উদ্দেশ্য নিয়ে রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, অর্থাত্‍ শিল্পক্ষেত্রে বিনিয়োগের গতি আরও তরাণ্বিত করা, সেই উদ্দেশ্য অনেকটাই সফল হবে।

    Read More-‘আত্মনির্ভর ভারতের আত্মনির্ভর নারী’! ১০ হাজার মহিলাদের দ্বারা পরিচালিত ওলা ই-স্কুটারের কারখানা

    মুখ্যমন্ত্রী কিছুদিন আগে রাজ্যে শিস্পক্ষেত্রে একাধিক বিনিয়োগের কথা ঘোষণা করেন। পাশাপাশি বাংলায় কারা শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে, সেই সব সংস্থার নামও ঘোষণা করেন। বাংলায় পুঁজি ঢাললে লগ্নিকারী সংস্থাকে রাজ্য সরকারের তরফ থেকে কী সুবিধা পাবে, সেকথাও মুখ্যমন্ত্রী জানিয়ে দেন। ইনসেনটিভ নীতি বদলের ফলে একাধিক শিল্প সংস্থা উপকৃত হবেন, এমনটাই মত সংশ্লিষ্ট মহলের।

    Read More-পুজোর আগে সুখবর! আগামী বুধবার থেকে ফের বাড়ছে মেট্রো

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments