More
    Homeখবরশুভংকর ভৌমকের ছবি "কলি ও অর্জুন" আসছে।

    শুভংকর ভৌমকের ছবি “কলি ও অর্জুন” আসছে।

    Today Kolkata:- এক ভাই আর এক বোনের গল্প । ছোট ভাই তার দিদিকে শ্বশুর বাড়িতে নির্ঘাত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে তার উপরেই পরিচালক শুভংকর ভৌমকের আসন্ন ছবি “কলি ও অর্জুন”। খুব শীঘ্রই কলকাতা ও জেলার বিভিন্ন প্রেক্ষাৃগৃহতে মুক্তি পেতে চলেছে। বি.সতীশের ক্যামেরায় , চেন্নাইর জগন বিল্লার ফাইটিং এ, জেমস অ্যান্থনির ড্যান্স পরিচালনায় এ ছবির সুরকার সৌমিত্র কুণ্ডু। কলি ও অর্জুন এ অভিনয় করেছেন খরাজ মুখার্জী। শুভদ্রা মুখার্জী ,কৃষ্ণেন্দু চ্যাটার্জী, ইন্দ্রানী দত্ত, দীপ মহানবিশ, তাপস চ্ক্রবর্ত্যী ও সৌমিত্র চট্টোপাধ্যায় সহ আরো অনেকে। মুখ্য চরিত্রে অভিনয়ে করেছেন রাজ এবং মিনাশ্রী।

    শুভংকর ভৌমকের ছবি “কলি ও অর্জুন” আসছে।

    মিথ্যা অপবাদ দিয়ে বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে।

    নন্দীগ্রামে জনসংযোগ শশক্তিকরণ যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

    সাম্প্রদায়িক তাস খেলে বিজেপি বাংলায় বিভাজন সৃষ্টি করছে।

    MORE NEWS – মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য জুড়ে শুরু হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ।

    মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য জুড়ে শুরু হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ ও সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস অধ্যয়ন কেন্দ্রের উদ্বোধন। ভার্চুয়াল মাধ্যমে জেলায় জেলায় উদ্বোধন হয় এই প্রকল্পের। এদিন মালদহ কলেজে কনফারেন্সে হলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণের আসর বসে।উপস্থিত ছিলেন মালদহ জেলা শাসক নিতীন সিঙ্ঘানিয়া,অতিরিক্ত জেলাশাসক (সাধারণ)বৈভব চৌধুরী, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী,মালদহ কলেজ অধ্যক্ষ মানস কুমার বৈদ্য,জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব,দুই অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার সাউ, CONTINUE READING

    MORE NEWS – বন্ধুরা মিলে গঙ্গায় স্নান করতে গিয়ে মৃত্যু হল এক যুবকের।

    আজ দুপুরে চার বন্ধু মিলে কামারহাটি পিটুলি ঘাটে গঙ্গায় স্নান করতে নামে চার বন্ধু হঠাৎ করেই একজন যুবক ডুবে যায়। তাকে বাঁচাতে আরেকজন গঙ্গায় ঝাঁপ দেয় সেও গঙ্গার জলে ডুবে যায়। সেই সময় স্থানীয় কিছু যুবক ঝাপ দেওয়া যুবক মোহাম্মদ নিহাস কে উদ্ধার করে,তবে গঙ্গায় তলিয়ে যাওয়া মোঃ সুহান কে আর উদ্ধার করা যায়নি।পরবর্তীতে সুহানের বাবা কামারহাটি থানায় ঘটনাটি জানানোর পর, কামারহাটি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এসে গঙ্গায় খোঁজার পর তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার করে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments