More
    Homeপশ্চিমবঙ্গশুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী খুনে ৮ জন পুলিশকর্তা ও কর্মীকে তলব...

    শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী খুনে ৮ জন পুলিশকর্তা ও কর্মীকে তলব ভবনী ভবনে

    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে কারণ কী? তা জানতেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন মৃতের স্ত্রী। এবার এই ঘটনার তদন্তে ৮ জন পুলিশকর্তা ও কর্মীকে ভবনী ভবনে তলব করা হল বৃহস্পতিবার। ঘটনা যে সময়ের, সেই সময় ওই ৮ পুলিশকর্মী শুভেন্দুর নিরাপত্তাতেই নিযুক্ত ছিলেন।

    শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ থেকে পুলিশ ব্যারাকের দূরত্ব মাত্র ৩০ মিটার। সিআইডি সূত্রে খবর, ২০১৮ সালের ১৩ অক্টোবর যেদিনই শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু হয়েছিল, ওই সময় শান্তিকুঞ্জ সংলগ্ন ব্যারাকেই কর্মরত ছিলেন পুলিশকর্মীরা। ওই নির্দিষ্ট দিনে সকাল সাড়ে দশটা নাগাদ গুলিবিদ্ধ হয়েছিলেন শুভব্রত চক্রবর্তী। কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। এতদিন শুভেন্দু অধিকারীর একটা প্রভাব ছিল এলাকায়, তাই এ নিয়ে কোনও প্রশ্ন তুলতে সাহস পায়নি পরিবার। তবে একুশের নির্বাচনের পর শুভেন্দুর জনপ্রিয়তায় ভাটা পড়তেই, প্রভাব কমতেই বিষয়টি নিয়ে বিচারের দাবি করেন মৃতের স্ত্রী। কেন তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যেতে গড়িমসি করা হল? তত্‍কালীন রাজ্যের মন্ত্রীর দেহরক্ষী হওয়া সত্বেও কেন অ্যাম্বুলেন্স পাওয়া গেল না সময়ে? একাধিক প্রশ্ন তুলে দিয়ে কাঁথি থানায় এফআইআর করেন শুভব্রতর স্ত্রী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments