More
    Homeরাজনৈতিকশুভেন্দু সভাস্থলে 'তাণ্ডব', অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

    শুভেন্দু সভাস্থলে ‘তাণ্ডব’, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

    Today Kolkata:- সভা শুরুর আগেই তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। শুক্রবার রাতে শুভেন্দুর প্রস্তাবিত সভাস্থলে চলল তাণ্ডব। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ডায়মন্ড হারবারের লাইট হাউস ময়দানে আজ, শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। শুক্রবার রাতে তারই প্রস্তুতি চলছিল। সেখানে সভার জন্য আনা চেয়ার সরিয়ে মঞ্চ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এমনকী, সেই সময় মাঠে উপস্থিত থাকা বিজেপি নেতৃত্বদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, মাঝরাতে ওরা মাঠে তাণ্ডব চালাতে পারে। এই আশঙ্কা করে ডেকরেটরের লোকজনও সমস্যায় পড়ে যান।

    শুভেন্দু সভাস্থলে 'তাণ্ডব', অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে

    Suvendu Adhikari "উপকুলবর্তী গ্রামগুলির চরম দুর্ভোগে থাকা মানুষদের সাহায্য করুন" শুভেন্দু।

    ওই রাতেই ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারকে স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর পাশাপাশি এদিনের সভার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার আবেদনও জানিয়েছে বিজেপি। “এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবেই জড়িত নয়। এটা বিজেপি ও ডেকরেটরের মধ্যে আভ্যন্তরীণ ঝামেলার বিষয়’’। অভিযোগ অস্বীকার করে এমনটাই দাবি তৃণমূলের। এই বিষয়ে শুভেন্দু বলেন, ‘‘কলকাতা হাই কোর্ট লাইট হাউজের ময়দানে সভা করার অনুমতি দিয়েছে। তৃণমূল ভয় পেয়ে ‘কয়লা ভাইপো’-র  নির্দেশে বিজেপির সভা বানচাল করার চেষ্টা করেছে। কিন্ত শনিবারের সভা নির্ধারিত জায়গাতেই হবে। কয়লা ভাইপো-র ক্ষমতা থাকলে সভা আটকে দেখাক।’’

    শুভেন্দু সভাস্থলে ‘তাণ্ডব’, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

    ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরালের হুমকি, হবু কনের পরিবারকে হুমকি চিঠি দিয়ে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত।

    রাহুল গান্ধীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, গুলি করে মারা হবে কমলনাথকে! ইন্দোর পুলিশের হাতে বেনামি হুমকি চিঠি।

    অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, ‘‘বিভিন্নভাবে আমাদের সভা বানচাল করার  চেষ্টা করছে তৃণমূলের হার্মাদ বাহিনী। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। উনি সভাস্থলে নির্দিষ্ট সময়েই পৌঁছে যাবেন।’’ প্রসঙ্গত, এদিন সকালে একদিকে যখন অধিকারী গড়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়াবেন অভিষেক, অন্যদিকে তখন অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সভার আয়োজন করেছে বিজেপি। সভায় হাজির থাকবেন শুভেন্দু। তবে আদালতের কড়া নির্দেশ, সাধারণ মানুষের অসুবিধা না করে সভা করতে হবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই দুই সভা থেকে দুই ফুল শিবিরের দুই নেতা কী বার্তা দেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments