More
    Homeকলকাতাশুরু হল 'দুয়ারে অক্সিজেন', কোভিড আক্রান্তদের পাশে অক্সিজেন সরবরাহ করবে চেতলা অগ্ৰণী...

    শুরু হল ‘দুয়ারে অক্সিজেন’, কোভিড আক্রান্তদের পাশে অক্সিজেন সরবরাহ করবে চেতলা অগ্ৰণী ক্লাব

    অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছেন করোনা আক্রান্ত রোগীরা। আর এবার অক্সিজেনের অভাবে যাতে কোনও করোনা রোগীর মৃত্যু না হয়, সেই বিষয়েই নয়া সামাজিক উদ্যোগ নিল চেতলা অগ্ৰণী ক্লাব। কোভিড আক্রান্তদের পাশে অক্সিজেন সরবরাহ করবে চেতলা অগ্ৰণী ক্লাব। চালু করা হল ‘দুয়ারে অক্সিজেন’ প্রকল্প। করোনা আক্রান্ত রোগীর বাড়ির দরজায় হাজির হয়ে যাবে ক্লাব সদস্যরা। অক্সিজেন সরবরাহ করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। ক্লাবের কমিউনিটি হলে তৈরি হচ্ছে সেফ হোম। এ প্রসঙ্গে চেতলা অগ্রণী ক্লাবের সভাপতি তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘কোভিড আক্রান্ত রোগীর পাশে দাঁড়াতে উদ্যোগী ভূমিকা পালন করতে চায় চেতলা অগ্রণী ক্লাবের সদস্যরা। আর সেই জন্যই কোভিড আক্রান্ত রোগীর বাড়িতে ক্লাবের সদস্যরাই পৌঁছে দিয়ে আসবে অক্সিজেন। এর জন্য কোনও অর্থ নেওয়া হবে না। সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এই পরিষেবা।

    আপাতত আমাদের চেতলা অগ্রণী ক্লাবের কাছে ২০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে। এই দিয়েই আপাতত পরিষেবা শুরু করা হল। আগামীদিনে অক্সিজেন কনসেন্ট্রেটর আরও বাড়বে। এর পাশাপাশি মানুষের বাড়িতে ‘দুয়ারে অক্সিজেন’ পৌঁছে দেওয়ার পরিষেবা সম্পর্কে এলাকায় ব্যানার, পোস্টার দিয়ে প্রচার করা হবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments