More
    Homeজাতীয়শোকের ছায়া সংগীত জগতে, প্রয়াত প্রখ্যাত সংগীতশিল্পী পিলু ভট্টাচার্য

    শোকের ছায়া সংগীত জগতে, প্রয়াত প্রখ্যাত সংগীতশিল্পী পিলু ভট্টাচার্য

    প্রয়াত সংগীত শিল্পী পিলু ভট্টাচার্য। বেশ কিছুদিন ধরেই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন খ্যতনামা এই শিল্পী। দিন কয়েক আগেই বাড়ি ফিরে ছিলেন। বৃহস্পতিবার রাতে আচমকাই ফের বুকে ব্যথা শুরু হয়েছিল বলে জানা গিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    শোকের ছায়া সংগীত জগতে, প্রয়াত প্রখ্যাত সংগীতশিল্পী পিলু ভট্টাচার্য

    Read More-রাজ্যের ভোট পরবর্তী হিংসার তদন্তে ৪টি বিশেষ দল গঠন CBI-এর, দায়িত্বে ২৪ আধিকারিক

    এদিন সংগীত শিল্পী পিলু ভট্টাচার্যের ছেলে ঋতর্ষি ভট্টাচার্য সোশ্য়াল মিডিয়ায় বাবার মৃত্যু সংবাদ দিয়ে বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার বাবা পিলু ভট্টাচার্য আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাঁর আত্মার শান্তি কামনা করুন’। উল্লেখ্য, ২০১৫ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন তিনি। প্রবাদপ্রতিম শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে।

    Read More-ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে চলবে বৃষ্টিপাত, উত্তরবঙ্গে জারি সর্তকতা

    উল্লেখ্য, ২০১৫ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন তিনি। বর্ষীয়ান সংগীত শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জোজো, রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক তারকা। বন্ধু সংগীত শিল্পী মৃত্যুর খবর পেয়ে জোজো সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘পিলু, এটা ঠিক হল না বন্ধু’।

    Read More-প্রেক্ষাগৃহে আসার প্রথম দিনেই অনলাইনে ফাঁস অক্ষয় কুমার অভিনীত ‘বেলবটম’

    ছোট বেলা কাটিয়েছেন উত্তর কলকাতায়। পড়াশুনার পাশাপাশি গানকে চালিয়ে গিয়েছিলেন তিনি। প্রথম জীবনে কলেজের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে ধীরে ধীরে কিছুটা নাম অর্জন করেন। কেরিয়ারের শুরুতে অনেকটা স্ট্রাগল করতে হয়েছিল। পরবর্তীতে ছবিতে একের পর এক হিট গান গেয়েছেন। বিশেষ করে প্যারোডি গান ও মজার গানের জন্য খ্যাত তিনি। এরপর নিজেই গান লিখতে শুরু করেন। তাঁর মৌলিক গানের অ্যালবাম রাতারাতি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ২০০৭ সালে তাঁর ‘রাধামাধব’ অ্যালবাম প্রচুর সমাদর পেয়েছে দর্শকদের কাছে।

    Read More-বিশ্বব্যাপী ভৌগলিক-রাজনৈতিক পরিবর্তনে প্রভাবিত হতে পারে ভারতের সার্বিক নিরাপত্তা: রাজনাথ সিং

    জলছবি, কান্দিয়া আকুল, চল যাই-এর মতো একাধিক হিট গান তৈরি করেছেন প্রবাদপ্রতিম এই সংগীত শিল্পী। গানের পাশাপাশি খেলাধুলোর প্রতি একটা তীব্র আকর্ষণ ছিল তাঁর। ২০১৯ সালে ভারতীয় দলের জন্য ‘ইন্ডিয়া জিতেগা’ গানটি গেয়েছিলেন। দিয়েগো মারাদোনার সামনে গান গেয়ে তাঁর প্রশংসা পেয়েছিলেন। তাঁর জীবনাবসানে শোকের ছায়া বাংলা সংস্কৃতিক মহলে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments