More
    Homeখবরশ্রমিকের কাজ নিয়ে কাশ্মীরে গিয়ে, গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম দুই...

    শ্রমিকের কাজ নিয়ে কাশ্মীরে গিয়ে, গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম দুই যুবক।

    Today Kolkata:- শ্রমিকের কাজ নিয়ে কাশ্মীরে গিয়েছিলেন মালদার মালতিপুরের জালালপুর গ্রামপঞ্চায়েতের নাজিমুল হক (18) ও আনিকুল হক,(30)। কিন্তু গতকাল সন্ধ্যে সাতটায় কাশ্মীরে তাদের আস্তানায় জঙ্গীদের হামলা হয়। এলোপাথাড়ি গুলি চালায়। তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম এই দুই যুবক। বর্তমানে কাশ্মীরের হাসপাতালে চিকিৎসাধীন। গ্রামে খবর আসতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকা। একমাস আগে মালতিপুর বিধানসভার চন্দ্রপাড়ার হযরতপুরের এই দুই বাসিন্দা কাশ্মীরে পাড়ি দিয়েছিলেন। ঈদের আগে ফিরে আসার কথা ছিল। কিন্তু আকস্মিক গতকালের ঘটনায় শোকস্তব্দ গোটা গ্রাম। আহত আনিকুলের স্ত্রী জানান গতকাল সন্ধ্যের সময় মোবাইলে কথা হয়েছিল। সেই সময় গুলির আওয়াজ শুনতে পান। তারপর আর কথা হয় নি। মালতিপুরের বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি জানান খবর পেয়েই পরিবারের পাশে দাড়িয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ঘটনার কথা জানানো হবে। এলাকাবাসী মহঃ আলী জিন্না জানান এই এলাকার অনেকেই কাশ্মীরে শ্রমিকের কাজে যান। এমন অঘটন প্রথম ঘটলো।

    শ্রমিকের কাজ নিয়ে কাশ্মীরে গিয়ে, গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম দুই যুবক।

    MORE NEWS – Body builder বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কাড়লো এক মহিলা স্বাস্থ্যকর্মী।

    মালদা:- বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কাড়লো এক মহিলা স্বাস্থ্যকর্মী। মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত মিস্টার এন্ড মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে ষষ্ঠ হলেন চাচল সুপার স্পেশালিস্ট হাসপাতলের এক স্বাস্থ্যকর্মী। তার পাশাপাশি অনুষ্ঠিত জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও অংশ নিয়ে তৃতীয় স্থান দখল করে নেয় লিপিকা দেবনাথ নামে ওই মহিলা। জানা যায় মালদা শহরের দুই নম্বর গভমেন্ট কলোনি এলাকায় একটি জিমে আট মাস থেকে বডি বিল্ডিং এর প্রশিক্ষণ নিচ্ছিলো সে। মালদা থেকে তারা দুজন অংশ নিয়েছিল। জাতীয় স্তরের প্রতিযোগিতায় সে ফার্ড এবং বাপ্পা চৌধুরী নামে আরো একজন সে চতুর্থ হয়েছে। উত্তরবঙ্গে এই প্রথম কোন মহিলা যিনি মিস্টার এন্ড মিসেস ইউনিভার্স’ প্রতিযোগীতায় অংশ নিয়ে ষষ্ঠ হয়েছে। CONTINUE READING

    নামকরা অনলাইন সংস্থার ডেলিভারি অফিসে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।

    বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু যুবকের, শোকের ছায়া এলাকায়।

    ক্ষমাপ্রার্থী বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার।

    Delhi দিল্লিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পরদিন বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রীর বৈঠকে।

    দিবা রাত্রি জ্বলছে পথবাতি, পৌরবাসীর উন্নয়নের টাকা নষ্ট হচ্ছে, নজর নেই পৌর প্রশাসনের।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments