More
    Homeজাতীয়সংসদীয় রীতি লঙ্ঘনে সাসপেন্ড হলেন দোলা-মৌসম সহ রাজ্যসভার ৬ TMC সাংসদ

    সংসদীয় রীতি লঙ্ঘনে সাসপেন্ড হলেন দোলা-মৌসম সহ রাজ্যসভার ৬ TMC সাংসদ

    সংসদে ফের সাসপেন্ড হলেন তৃণমূল সাংসদ। এবার একসঙ্গে ৬ জন সাংসদ সাসপেন্ড হলেন। রাজ্যসভার ওয়েলে নেমে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানোর অভিযোগেই তাঁদের সাসপেন্ড করা হয় বলে জানা গিয়েছে। সাসপেন্ডেড সাংসদরা হলেন – দোলা সেন, শান্তা ছেত্রী, মৌসম নূর, মহম্মদ নাদিমুল হক, আবীর রঞ্জন বিশ্বাস, অর্পিতা ঘোষ। তাঁদের এই শাস্তির মেয়াদ শেষ আজই। আগামিকাল, বৃহস্পতিবার অধিবেশন শুরু হলে সাসপেন্ডেড সাংসদরা কক্ষে আসতে পারবেন।

    উল্লেখ্য, এদিনই সংসদের উচ্চকক্ষে তৃণমূল কংগ্রেসের নতুন সদস্য শপথ নিয়েছেন। প্রাক্তন আমলা জহর সরকারের শপথের পর্ব মেটার পরই রাজ্যসভায় পেগাসাস ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা। তৃণমূলের সাংসদরাও শামিল ছিলেন সেখানে। এরপর তৃণমূলের কয়েকজন সাংসদ ওয়েলে নেমে পড়েন। রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু তাঁদের নিজ নিজ আসনে ফিরে যেতে নির্দেশ দিলেও তা শোনেননি সাংসদরা। তখন তিনি ব্যবস্থার নেওয়ার হুঁশিয়ারি দেন। কিছুক্ষণ পর সভা মুলতুবি হয়ে যায়। তার আগেই বেঙ্কাইয়া নায়ডুর তরফে শাস্তির ঘোষণা করা হয়।
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments