More
    Homeপশ্চিমবঙ্গ'সবথেকে কঠিন প্রশ্ন করুন, কিন্তু সরকারকে সেই প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ দেওয়া...

    ‘সবথেকে কঠিন প্রশ্ন করুন, কিন্তু সরকারকে সেই প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়’: মোদী

    শুরু হল সংসদের বাদল অধিবেশন। চলবে আগামী ১৩ অগাস্ট পর্যন্ত। আর অধিবেশন শুরুর আগে বিরোধীদের প্রতি বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই যাতে সব সাংসদ এবং দল সবথেকে কঠিন এবং তীক্ষ্ণ প্রশ্ন করুক, কিন্তু তার সাথে সাথে যেন সরকারকে সেই প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়। এভাবেই গণতন্ত্র বেড়ে উঠবে। মানুষের বিশ্বাস বাড়বে, উন্নয়নের গতি বাড়বে।’

    এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি সব দলনেতাদের কাছে আর্জি জানাচ্ছি যে তাঁরা আগামীকাল সন্ধ্যাবেলা সময় বের করতে পারলে অতিমারী নিয়ে বিশদে আমি সবার সামনে তথ্য তুলে ধরতে চাই। আমরা সংসের ভিতরে এবং বাইরে এই বিষয়টি নিয়ে সবার সঙ্গে আলোচনা করতে চাই।’

    এদিকে দেশের টিকাকরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘টিকা হাতে বা বাহুতে দেওয়া হয়। যাঁরা এটা নেন তাঁরা বাহুবলি। দেশে ৪০ কোটির বেশি মানুষ টিকা নিয়েছেন। এই অতিমারী গোটা বিশ্বে জাঁকিয়ে বসেছে। তাই সংসদে আমাদের এই বিষয়ে অর্থপূর্ণ আলোচনা করতে হবে।’

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments