More
    Homeপশ্চিমবঙ্গসরকারের স্কুলের তথ্য নেই সরকারেরই কাছে, রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

    সরকারের স্কুলের তথ্য নেই সরকারেরই কাছে, রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

    সরকারের কাছে কেন নেই স্কুল সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান? এই প্রশ্ন তুলে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। অবিলম্বে রাজ্যকে স্কুল সম্পর্কিত বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে প্রধান বিচারপতি রাজেশ বিন্দোলের ডিভিশন বেঞ্চ।

    শুভ্রপ্রকাশ লাহিড়ী নামে এই আইনজীবীর দায়ের করা মামলায় আদালত রাজ্যের কাছে সরকারি স্কুলের বিস্তারিত পরিসংখ্যান চায়। কোথায় কত স্কুল রয়েছে। কোন স্কুলে কত ছাত্র ও কত শিক্ষক। যাবতীয় তথ্য জমা দিতে বলে আদালত। কিন্তু রাজ্যের তরফে জানানো হয় এই তথ্য দিতে সময় লাগবে। এর পরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য।

    সরকারের স্কুলের তথ্য নেই সরকারেরই কাছে, রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

    Read More-আকাশপথেই উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর, আগামিকাল যাবেন ঘাটাল

    সরকারি আইনজীবীকে বিচারপতিরা প্রশ্ন করেন? এইসব তথ্য দিতে তো এক দিন সময়ই যথেষ্ট। আপনারা কি কোনও তথ্য ছাড়াই স্কুলগুলিকে চালাচ্ছেন?’ তবে আবেদন মঞ্জুর করে তথ্য দেওয়ার জন্য রাজ্যকে ১ মাস সময় দিয়েছেন বিচারপতিরা।

    আইনজীবীর দায়ের করা এই মামলায় প্রশ্ন তোলা হয়েছে, রাজ্যে বহু জায়গায় স্কুলে শিক্ষক নেই। আবার অনেক জায়গায় বাড়তি শিক্ষক রয়েছে। যেখানে শিক্ষক নেই সেখানে স্কুলছুটের সংখ্যা বাড়ছে। কিন্তু সমস্যা সমাধানে কোনও পদক্ষেপ করছে না রাজ্য সরকার।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments