More
    Homeজাতীয়সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনটি দেশজুড়ে 'একতা দিবস' পালিত হবে: মোদী

    সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনটি দেশজুড়ে ‘একতা দিবস’ পালিত হবে: মোদী

    ৮২তম মন কি বাত অনুষ্ঠানে সর্দার প্যাটেলকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন যে আগামী ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনটি দেশজুড়ে ‘একতা দিবস’ হিসেবে পালিত হবে। সেদিন দেশজুড়ে রঙ্গোলী, লোরি এবং গান নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানান মোদী। পাশাপাশি এদিনও তাঁর বক্তব্যে উঠে আসে কোভিড টিকাকরণ ইস্যু।

    সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনটি দেশজুড়ে ‘একতা দিবস’ পালিত হবে: মোদী

    Read More-আজ, রবিবার আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে কলকাতা মেট্রোর নন–এসি রেক

    ১০০ কোটি টিকাকরণে মাইলফলক ছুঁয়ে ফেলায় ভারতবাসী ও চিকিত্সাকর্মীদের অভিনন্দ জানান মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনর বিরুদ্ধে দেশের টিকাকরণ অভিযানের প্রশংসা করে বলেন যে স্বাস্থ্যসেবা কর্মীরা নাগরিকদের টিকা দেওয়ার ক্ষেত্রে কোনও কসরত বাকি রাখেননি। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে ১০০ কোটি টিকাকরণ হয়েছে। রেকর্ড টিকাকরণ ভারতের ক্ষমতা দেখিয়েছে। চিকিত্সক, নার্সরা অনেক পরিশ্রম করেছেন এই সময়। দেশের স্বাস্থ্যকর্মীদের তাই আমি অভিনন্দন জানাতে চাই।’

    Read More-চারদিনের সফরে আজ উত্তরবঙ্গের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

    এদিকে জাতীয় একতা দিবস পালনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মন কি বাত’-এর প্রতিটি শ্রোতার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমি ভারতের লৌহ মানবকে শ্রদ্ধা জানাই। ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনটি একতা দিবস হিসেবে পালিত হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক রঙ্গোলী, লোরি এবং গান নিয়ে একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করবে সেদিন। পরবর্তীতে সেই সংক্রান্ত বিশদ তথ্য জানিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments