More
    Homeজাতীয়সস্তায় ঝাঁ চকচকে 'ক্যাপসুল' চালু ভারতীয় রেলের, মিলবে WiFi পরিষেবা

    সস্তায় ঝাঁ চকচকে ‘ক্যাপসুল’ চালু ভারতীয় রেলের, মিলবে WiFi পরিষেবা

    তুলনামূলকভাবে সস্তায় ঝাঁ চকচকে বিশ্রামঘর বা রিটায়ারিং রুম চালু করল ভারতীয় রেল। যা ‘পড’ বা ‘ক্যাপসুল’ হোটেল নামে পরিচিত।

    মুম্বই সেন্ট্রাল স্টেশনে অত্যাধুনিক সেই ‘পড’ হোটেলের উদ্বোধন করা হয়েছে।

    তিনটি ক্যাটেগরি মিলিয়ে মোট ৪৮ টি পড আছে। ৩০ টি ক্লাসিক পড, মহিলাদের জন্য সাতটি পড, ১০ টি ব্যক্তিগত পড এবং বিশেষভাবে সক্ষমদের জন্য আছে একটি পড। ক্লাসিক এবং মহিলাদের জন্য সংরক্ষিত পডে একজন থাকতে পারবেন। ব্যক্তিগত পডের মধ্যে একটি ব্যক্তিগত জায়গাও থাকবে। বিশেষভাবে সক্ষমদের জন্য যে পড আছে, তাতে অনায়াসে দু’জন থাকতে পারবেন। সঙ্গে সহজেই হুইলচেয়ার ব্যবহার করা যাবে।

    তাছাড়াও টিভি, ছোটো লকার, তাপমাত্রার হেরফের করা যাওয়া এসি, মোবাইল চার্জিং পয়েন্ট, স্মোক ডিটেক্টর, ‘ডু নয় ডিস্টার্ব’ ইন্ডিকেটর, আয়না আছে।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments