More
    Homeখবরসাঁতরাগাছি এলাকায় বন্দুক দেখিয়ে মারধরের অভিযোগ।

    সাঁতরাগাছি এলাকায় বন্দুক দেখিয়ে মারধরের অভিযোগ।

    Today Kolkata:- গতকাল ডোমজুড়ের পর ফের দুষ্কৃতী তান্ডবের ঘটনা ঘটলো হাওড়ায়। এবারে সাঁতরাগাছি থানার অন্তর্গত দু’নম্বর সুলতানপুর এলাকায় ঘটলো দুষ্কৃতী তান্ডব। স্থানীয় সূত্রে খবর বাড়ির সামনে প্রস্রাব করায় বাড়ির লোকেরা প্রতিবাদ করলে তাদের উদ্দেশ্য অস্ত্র উঁচিয়ে দৌড়োয় এক দুষ্কৃতী। সে তার আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই বাড়ির লোকেদের ভয় দেখায়। পাশাপাশি ওই বাড়ির মহিলাদের মারধর করে বলেও অভিযোগ। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় সাঁতরাগাছি থানার পুলিশ। এই ঘটনায় দুইজনকে আটক করে পুলিশ। ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    সাঁতরাগাছি এলাকায় বন্দুক দেখিয়ে মারধরের অভিযোগ।

    MORE NEWS – আদালতের নির্দেশে ৮ মাস পর মাটির নিচে থেকে তোলা হল নাবিলাকে গৃহবধূর দেহ।

    ভগবানপুর:- পূর্ব মেদিনীপুর প্রায় আট মাস আগে অস্বাভাবিক মৃত্যু হয় রবেদা বিবি নামের এক নাবালিকা গৃহবধূর। আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভগবানপুর থানার ভগবানপুর গ্রামের কবর থেকে আজ তোলা হল ওই নাবালিকা গৃহবধূর লাশ। ভগবানপুর থানার সামনে অবস্থিত কবরস্থান থেকে রবেদা’র মরদেহ তোলা হয় ভগবানপুর এক ব্লকের বিডিও বিশ্বজিত মন্ডল ও ভগবানপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক নাড়ুগোপাল বিশ্বাস এর উপস্থিতিতে। আদালতের নির্দেশে করা হবে মৃতদেহের ময়না তদন্ত। কারন, আট মাস আগে নাবালিকা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হলেও তখন করা হয়নি পোস্টমর্টেম।রবেদা’র বাবার বাড়ি ভগবানপুর থানার ভগবানপুর গ্রামে। তার বিয়ে হয়েছিল ভগবানপুর থানার জলিবাড় গ্রামে। CONTINUE READING

    MORE NEWS – খুশির ঈদের শান্তি-শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনিক মিটিং বিভিন্ন মসজিদ কমিটি এবং ইমামদের সাথে।

    নদীয়া:- সামনে ঈদ। সেই ঈদের দিন নদীয়ার শান্তিপুরের স্পর্শ কাতর এলাকাগুলিতে বাড়তি পুলিশের টহলদারির দাবি জানালেন বিভিন্ন মসজিদের ইমামরা। শান্তিপুর শহরের মোট 74 টি মসজিদ রয়েছে। তাদের মধ্যে আজ 34 টি মসজিদের ইমাম এবং অন্যান্য মসজিদের মসজিদ কমিটির লোকজনদের নিয়ে শান্তিপুর থানা তে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। ওই বৈঠকে বিভিন্ন মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির সভাপতিরা ছাড়াও উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর গৌরীপ্রসন্ন বন্ধু এবং শান্তিপুর থানার ওসি লাল্টু ঘোষ। সম্প্রতির বাতাবরণ বজায় রেখে ঈদের দিন উচ্চস্বরে মাইক বাজানো মদ্যপান করা থেকে বিরত থাকার জন্য। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments