More
    Homeরাজ্যসারদার চিটফান্ডে আমানতকারী দের টাকা ফেরাতে এবার কমিটি গঠনের ভাবনা কলকাতা হাইকোর্টের

    সারদার চিটফান্ডে আমানতকারী দের টাকা ফেরাতে এবার কমিটি গঠনের ভাবনা কলকাতা হাইকোর্টের

    সারদার চিটফান্ডে আমানতকারী দের টাকা ফেরাতে এবার এক সদস্যের কমিটি গঠনের ভাবনা কলকাতা হাইকোর্টের। যদিও কবে এবং কিভাবে এবং কার নেতৃত্বে কমিটি গঠন হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি হাইকোর্ট। তবে কমিটি গড়ে টাকা ফেরানোর ভাবনা এবং উদ্যোগ নতুন নয়। এমপিএসের সম্পত্তি বেচে টাকা ফেরাতে বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারের কমিটি কাজ করছে। ইতিমধ্যেই পরিকাঠামোর অভাবে কমিটি উপযুক্ত ভূমিকা পালন করতে পারছে না বলে একাধিকবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পাঁচ বছর আগে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, শুধু এমপিএস নয়, সারদা, রোজভ্যালি-সহ সব চিটফান্ডের প্রতারিতদেরই টাকা ফেরাতে কাজ করবে বিচারপতি তালুকদার কমিটি। কিন্তু পরে এ নিয়ে আর অগ্রগতি হয়নি বলে সূত্রের খবর। সারদায় প্রতারিতদের টাকা ফেরাতে প্রথম কমিশন গড়েছিল রাজ্য সরকার। শ্যামল সেন কমিশনের দাখিল করা চূড়ান্ত রিপোর্ট এখনো কেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে পড়ে রয়েছে সে প্রশ্নও তুলেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। পাশাপাশি শ্যামল সেন কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর যে ১৩৮ কোটি টাকা ছিল এবং যা রাজ্য তার প্রয়োজনে ব্যবহার করেছে সেটা কেন সাধারণ আমানতকারীদের দেওয়ায় যাবে না তাও জানতে চায় আদালত। শ্যামল সেন কমিশনের সুপারিশের ভিত্তিতে ৫০ কোটি টাকার মতো ফেরানো হয় ছোট আমানতকারীদের। এছাড়াও বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করে সিবিআইয়ের হতে যে পরিমাণ টাকা আছে তাও এক সদস্যের কমিটির কাছে পাঠানো যায় কিনা সে প্রশ্নও তুলেছেন বিচারপতিরা। ২৯ জুলাই পরবর্তী শুনানি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments