More
    Homeকলকাতাসিঁথির রামলীলা বাগানের বস্তিতে বিধ্বংসী আগুন! ঘটনাস্তলে দমকলের চারটি ইঞ্জিন

    সিঁথির রামলীলা বাগানের বস্তিতে বিধ্বংসী আগুন! ঘটনাস্তলে দমকলের চারটি ইঞ্জিন

    সিঁথির রামলীলা বাগানের বস্তিতে বিধ্বংসী আগুন! আর তার জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল কয়েকটি সারমেয় শাবকের। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বস্তির বেশিরভাগ ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভাতে চেষ্টা করে। তাতে আগুন নিয়ন্ত্রণে আসলেও সারমেয়দের মৃত্যুর খবর মিলেছে।

    সিঁথির রামলীলা বাগানের বস্তিতে বিধ্বংসী আগুন! ঘটনাস্তলে দমকলের চারটি ইঞ্জিন

    Read more-বাংলা নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্ব শাঁওলি মিত্রের প্রয়াণে বিশেষ শোকবার্তা মুখ্যমন্ত্রীর

    স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে সিঁথিতে একটি বস্তিতে আগুন লাগে। সেখান থেকে তা ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে। শীতে বেশ কয়েকটি সারমেয় সেখানে আশ্রয় নিয়েছিল। এই আগুনে তারা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এখানে দাহ্য বস্তু ছিল বলেই আগুন ছড়িয়ে পড়ে তাড়াতাড়ি। স্থানীয় বাসিন্দারা পাতকুয়ো থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন।

    দমকল সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও প্রকৃত কারণ এখনও অজানা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড। ঝুপড়ি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এখানেই ছিল কয়েকটি সারমেয় শাবক। তারা বেরিয়ে আসতে পারেনি। অগ্নিদগ্ধ হয়ে ভিতরেই মৃত্যু হয়। যদিও পুরো বস্তিটা পুড়ে যায়নি।

    এই অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকের বহু জিনিসপত্র নষ্ট হয়েছে। ঝলসে গিয়েছে বাড়ির একাংশও। যাঁদের বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে তাঁরা এই শীতে কীভাবে রাত কাটাবেন বুঝে উঠতে পারছেন না। সারমেয় মৃত্যুর ঘটনাও এখানে চর্চায় উঠে এসেছে। কিভাবে আগুন লাগল তা স্থানীয়রা কিছু বুঝতে পারছেন না। সবমিলিয়ে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে এখানের মানুষের।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments