More
    Homeসিনে দুনিয়াসৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনকাহিনী নিয়ে বড় পর্দায় 'অভিযান', নেপথ্যে অভিনেতা পরমব্রত

    সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনকাহিনী নিয়ে বড় পর্দায় ‘অভিযান’, নেপথ্যে অভিনেতা পরমব্রত

    সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই দীর্ঘ সফরের জানা অজানা বিভিন্ন তথ্য নিয়ে তৈরি হয়েছে এই বায়োপিক, নাম ‘অভিযান’। নেপথ্যে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। গত ১৯ জানুয়ারি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছিল ছবির টিজার। গতকাল অর্থাত্‍ ২৫ মার্চ মুক্তি পেল ছবির ট্রেলার। ট্রেলারে অভিনেতার নানা চরিত্রের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। থিয়েটার থেকে সেলুলয়েড, কিংবা পরিচালনা সবেতেই ছিল তাঁর সুদক্ষ মুনশিয়ানা। এ ছাড়া বরাবরই রাজনীতি সচেতন মানুষ ছিলেন তিনি। শুধু গান, অভিনয়ে নয়, শিল্প-সংস্কৃতি সাহিত্যেও ছিল তাঁর আকর্ষণ ও দখল। এরকমই জীবনের নানান অধ্যায়ের গল্পকথা তুলে ধরা হয়েছে ট্রেলারটিতে।

    এই বায়োপিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। মহানায়ক উত্তম কুমারের চরিত্রে অভিনেতা প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। সত্যজিত্‍ রায়ের ভূমিকায় পরিচালক কিউ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ের ভূমিকায় রয়েছেন সোহিনী সেনগুপ্ত। এ ছাড়া অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, তনুশ্রী চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, ত্রিধা চৌধুরী, পাওলি দাম, পায়েল সরকার, তুহিনা দাস, পদ্মনাভ দাশগুপ্ত, সমদর্শী দত্ত, জয়রাজ ভট্টাচার্য, দুলাল লাহিড়ী, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সুরজিত্‍ বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসুর প্রমুখ তারকারা।বায়োপিকে প্রৌঢ বয়সের অংশে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই। ট্রেলারের কিছু চরিত্র বেমানান লাগলেও উত্তম কুমারের চরিত্রে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের দুধর্ষ অভিনয় ছবির ওজন কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। এছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় যীশুর দক্ষ অভিনয়ও যথেষ্ট নজরকাড়ার মতো।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments