More
    Homeখবরহরিশ্চন্দ্রপুরে কংগ্রেসের বিক্ষোভ ও মিছিল

    হরিশ্চন্দ্রপুরে কংগ্রেসের বিক্ষোভ ও মিছিল

    হরিশ্চন্দ্রপুরে কংগ্রেসের বিক্ষোভ ও মিছিল। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল করা হয়েছে ।এর প্রতিবাদে রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় জেলায় চলছে কংগ্রেসের ডাকে বিক্ষোভ। পাশাপাশি হরিশ্চন্দ্রপুরে ও বিক্ষোভ মিছিল ও পথ সভা করতে দেখা গেল যুব কংগ্রেস এবং ১নং ও ২নং ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ।

    Ranajay Vishanu জন্মদিনে সারাক্ষণ পাশে একজনই – “সোহিনীর দেওয়া বিশেষ উপহার আড়ালেই থাকুক “ – জানালেন রণজয়।

    শনিবার বিকেল চারটা নাগাদ হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় থেকে ভেতর বাজার হয়ে পুরো হরিশ্চন্দ্রপুর মিছিল টি পরিক্রমা করে পুনরায় শহীদ মোড় ফিরে আসে।

    Anubrata Mondal আরও আতঙ্কিত অনুব্রত মণ্ডল , এবার কেষ্টর ‘পরিচিত’কে দিল্লিতে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।

    এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিল প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম,হরিশ্চন্দ্রপুর ১নং ও ২নং ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাসেম ও বিমান বিহারি বসাক,প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী,

    Duare Sarkar “আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যজুড়ে দুয়ারে সরকার ক্যাম্প” , জেলাগুলিকে বিশেষ গাইডলাইন দিল নবান্ন।

    প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক কুনাল চৌধুরী,যুব কংগ্রেসের সভাপতি আমিরুল ইসলাম সহ হরিশ্চন্দ্রপুরের স্থানীয় কংগ্রেস ও যুব কংগ্রেস কর্মীরা। বিক্ষোভ ও মিছিল

     

    Karnataka Assembly Election “বিজেপিকে হারাও” – কালীঘাটে বৈঠকে এইচডি কুমারস্বামীকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

     

    MORE NEWS – ‘‘আড়াই বছর ধরে সাঁতার কেটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার বিরুদ্ধে। হাঁপিয়ে গিয়েছেন।“ : শুভেন্দু

    নিয়োগ দুর্নীতির পর নারদকাণ্ড নিয়েও নিরপেক্ষ তদন্তের দাবি তুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর নিশানায় সেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর একটি ভিডিয়ো (যাচাইকৃত নয়) সত্যতা যাচাই করেনি) পোস্ট করে সমাজমাধ্যমে কুণাল প্রশ্ন তুললেন, কেন এখনও শুভেন্দুকে গ্রেফতার করা হয়নি? নিরপেক্ষতা নিয়ে খোঁচাও দিলেন সিবিআইকে। শুভেন্দু (Suvendu Adhikari) যদিও এই নিয়ে মুখ খুলতে চাননি। তাঁর দফতর আবার কুণালকে ‘জেলখাটা আসামি’ সম্বোধন করে জানিয়েছে, এই নিয়ে কোনও মন্তব্য করবে না। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments