More
    Homeপশ্চিমবঙ্গহলদিয়ায় জাহাজ থেকে কারখানায় আসার পথে পাইপলাইন ফুটো, 'চুরি' ৮০ টন ভোজ্য...

    হলদিয়ায় জাহাজ থেকে কারখানায় আসার পথে পাইপলাইন ফুটো, ‘চুরি’ ৮০ টন ভোজ্য তেল

    হলদিয়ায় পাইপলাইন ফুটো করে অপরিশোধিত ভোজ্য তেল চুরি করার অভিযোগ উঠল। প্রায় ৮০ টন তেল চুরি করার অভিযোগ তুলেছে ভোজ্যতেল প্রস্তুতকারী সংস্থা রুচি সোয়া ইন্ডাস্ট্রি। এই ঘটনাকে কেন্দ্র করে সংস্থার পক্ষ থেকে হলদিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে, এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

    হলদিয়ায় জাহাজ থেকে কারখানায় আসার পথে পাইপলাইন ফুটো, ‘চুরি’ ৮০ টন ভোজ্য তেল

    Read More-আজ পেশ হতে চলেছে CVC বিল, ফের সংসদ উত্তালের পরিকল্পনা বিরোধীদের

    রুচি সোয়া ইন্ডাস্ট্রির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, জাহাজ থেকে কারখানায় অপরিশোধিত ভোজ্য তেল আনার পথে পাইপলাইন ফুটো করে চুরি করা হয়েছে ওই পরিমাণ তেল। অভিযোগ, হলদিয়া বন্দরে অপরিশোধিত ভোজ্য তেল আনা হয় গত ৯ নভেম্বর। কিন্তু দু’দিন পর দেখা যায় যে তেল আসার কথা তার চেয়ে ৮০ টন তেল কম এসেছে। এরপরে বিষয়টি খতিয়ে দেখতে পাইপলাইন পরীক্ষা করে কারখানা কর্তৃপক্ষ। তাতে দেখা যায়, রানিচক এবং চিরঞ্জীবপুরের মধ্যে বেশ কয়েক জায়গায় পাইপলাইন ফুটো রয়েছে। সেখান থেকেই তেল চুরি করা হয়েছে বলে সংস্থার অভিযোগ। এই ঘটনায় অভিযোগ পাওয়ার পরেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে বিষয়টির তদন্ত করছে পুলিশ।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments