More
    Homeপশ্চিমবঙ্গহলদিয়ামুখি কনটেনার জাহাজের তেলের ট্যাঙ্ক ফুটো হয়ে বঙ্গোপসাগরে ছড়াল ১০ হাজার লিটার...

    হলদিয়ামুখি কনটেনার জাহাজের তেলের ট্যাঙ্ক ফুটো হয়ে বঙ্গোপসাগরে ছড়াল ১০ হাজার লিটার জ্বালানি তেল

    হলদিয়ামুখি কনটেনার জাহাজের তেলের ট্যাঙ্ক ফুটে হলে বঙ্গোপসাগরে ছড়াল জ্বালানি তেল। শনিবার ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে একথা জানানো হয়েছে। এমভি ডেভোন নামে পর্তুগিজ জাহাজটির শনিবার সন্ধ্যায় হলদিয়া বন্দরে প্রবেশ করার কথা ছিল। কিন্তু তেল নির্গমণ বন্ধ না হলে সেটিতে বন্দরে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    ভারতীয় উপকূলরক্ষীদের তরফে এক টুইটে জানানো হয়েছে, এমভি ডোভেন নামে ওই জাহাজ থেকে এখনো পর্যন্ত ১০,০০০ লিটার জ্বালানি তেল সমুদ্রের জলে মিশেছে। চেন্নাই থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে জাহাজটি। সেটিকে সারিয়ে তোলার কাজ চলছে।

    হলদিয়া বন্দরের ম্যানেজার (ট্রাফিক) অজয় মহাপাত্র বলেন, ‘জাহাজটির শনিবার রাতে হলদিয়ায় পৌঁছনোর কথা ছিল। কিন্তু রবিবারের আগে সেটি পৌঁছতে পারবে বলে মনে হয় না। তেল বেরনো বন্ধ না হলে আমরা জাহাজটিকে বন্দরে প্রবেশ করতে দেব না। সেকথা তাদের জানিয়ে দেওয়া হয়েছে।

    ’বঙ্গোপসাগরে জ্বালানি তেল মেশায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাস্তুতন্ত্রবিদ ও জীববিদরা। জাহাজটিতে এখনো প্রায় ১ লক্ষ লিটার তেল রয়েছে বলে জানা গিয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments