More
    HomeUncategorizedহারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়ে নজির গোরলেন বামনগোলা...

    হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়ে নজির গোরলেন বামনগোলা থানার পাকুয়াহাট পুলিশ ফাঁড়ি।

    মালদাঃ- হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়ে নজির গোরলেন বামনগোলা থানার পাকুয়াহাট পুলিশ ফাঁড়ি। জানা যায় গত ২৭ শে জানুয়ারি পাকুয়াহাট গোবরা কুড়ি মেলায় এক বয়স্ক মহিলার মোবাইল চুরি হয়ে যায় বা হারিয়ে যায় যার জেরে সমস্যায় পড়েছিলেন ওই মহিলা। সে সময় ওই মহিলার পাকুয়াহাট ফাঁড়িতে মোবাইল হারিয়ে যাওয়ার জন্য লিখিত অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ ওই মোবাইল উদ্ধার করে মহিলার হাতে তুলে দেন। এই বিষয়ে ঐ মহিলা জানান আমার হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে আমি খুশি। এবিষয়ে ঐ মহিলা পাকুয়াহাট ফাঁড়ি ও বামনগোলা থানার কে ধন্যবাদ জানান।

    হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়ে নজির গোরলেন বামনগোলা থানার পাকুয়াহাট পুলিশ ফাঁড়ি।

    MORE NEWS – শিক্ষক শিক্ষিকার অভাবে ধুঁকছে দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের তুলট উচ্চ বিদ্যালয়।

    বালুরঘাট:-  শিক্ষক শিক্ষিকার অভাবে ধুঁকছে দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের তুলট উচ্চ বিদ্যালয়। এলাকায় বিদ্যালয়ের সুনাম দীর্ঘ দিন থেকেই রয়েছে। কিন্তু আছে স্কুল, আছে পড়ুয়া, আছে স্কুল ভবন, কিন্তু অভাব শুধু শিক্ষকের। তাই স্কুলের সুনাম বজায় রাখাই এখন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্কুল কর্তিপক্ষকে। জানা গেছে তুলট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়ে থাকে। দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত শিক্ষক, স্থায়ী শিক্ষক না থাকার অভাবে ভুগছে এই স্কুল। অথচ এই স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় ৬০০ জন। পারমানেন্ট শিক্ষক আছেন মাত্র ২ জন। সাথে রয়েছে ২ জন কম্পিউটর শিক্ষক। CONTINUE READING

    MORE NEWS – বেপরোয়া ড্রাইভিং বন্ধ, বেআইনি বালি খাদান বন্ধ, ও বালির ট্রাক অন্যান্য মালবাহী ট্রাক শহরে ঢোকা নিষেধ।

    Today Kolkata:- বেপরোয়া ড্রাইভিং বন্ধ বেআইনি বালি খাদান বন্ধ ও বালির ট্রাক অন্যান্য মালবাহী ট্রাক শহরে ঢোকা নিষেধ করা এবং শহরের মধ্যে পুলিশি সক্রিয়তা বাড়ানোর দাবিতে বিজেপি শহর কমিটির পক্ষ থেকে মেদিনীপুর শহরের কেরানিতলা চকে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অরুপ দাস, আশীর্বাদ ভৌমিক, দেবাশীষ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। CONTINUE READING

    Medinipur মেদিনীপুরের হাজরা পরিবার কোভিডে হারিয়েছেন গিতারানী হাজরাকে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments