More
    Homeখবরহিলি গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো কিশোর কিশোরী স্বাস্থ্য মেলা।

    হিলি গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো কিশোর কিশোরী স্বাস্থ্য মেলা।

    হিলি:- ২৮.০৪.২০২২  হিলি ব্লক গ্রামীণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি এবং হিলি পঞ্চায়েত সমিতির উদ্যোগে হিলি গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো আজ কিশোর কিশোরী স্বাস্থ্য মেলা। বেলা এগারোটা থেকে এই অভিনব কর্মসূচি শুরু হয়। এই স্বাস্থ্যমেলায় ছিল মোট ছয়টি স্টল। কোথাও রক্ত পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, কোথাও আবার অ্যাডলেসেন্স কিশোর কিশোরীদের জন্য কাউন্সেলিং এর আয়োজন। আজকের এই মেলায় বক্তব্য রাখেন ড. ওঙ্কার নাথ মন্ডল জেলা স্বাস্থ্য বিভাগ। বাল্য বিবাহ প্রতিরোধ করার উপর একটি পথ নাটিকা প্রদর্শিত হয়। বালুরঘাট নাট্যতীর্থ পরিবেশিত এই নাটক উপস্থিত কিশোর-কিশোরীদের ভীষণ আপ্লুত করেছে। হিলি ব্লকের বিভিন্ন স্কুল থেকে কন্যাশ্রী ক্লাবের সদস্যসহ বিভিন্ন কিশোর কিশোরীগণ আজকের এই স্বাস্থ্যমেলায় অংশগ্রহণ করেন।

    আজকের এই স্বাস্থ্য মেলার মূল আয়োজক হিলি ব্লক স্বাস্থ্য আধিকারিক রুদ্রাংশু মজুমদার বলেন, তিনি জেলায় এই ধরনের একটি অভিনব উদ্যোগ প্রথম গ্রহণ করতে পেরে এবং সকলের ঐকান্তিক সহযোগিতা পেয়ে ভীষণ খুশি। আজকের এই স্বাস্থ্য মেলায় উপস্থিত ছিলেন বিল্লমঙ্গল সাহা, ডি এস পি ট্রাফিক দক্ষিণ দিনাজপুর, অমিত দেব মণ্ডল, বিডিও হিলি ব্লক, গণেশ শর্মা আই সি হিলি থানা, স্বামী দিবাকরানন্দ মহারাজ, ভারত সেবাশ্রম সঙ্ঘ বিশিষ্ট সমাজসেবী ও বঙ্গরত্ন অমূল্য রতন বিশ্বাস, হিলি কলেজের অধ্যক্ষ নর্বু শেরপা, সমাজকর্মী সূরজ দাশ সহ আরো অনেকে। দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম এমন উদ্যোগ গ্রহণ করার জন্য উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ খুব খুশি।

    হিলি গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো কিশোর কিশোরী স্বাস্থ্য মেলা।

    MORE NEWS – এক চাষীর টোটো গাড়ি চুরি হয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য।

    Today Kolkata:- আরতে চাষের জমির সবজি বিক্রি করতে গিয়ে এক চাষীর টোটো গাড়ি চুরি হয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। শান্তিপুর ব্লকের গয়েশপুর বাজার সংলগ্ন এলাকার এক চাষী জয় প্রামানিক প্রতিদিনের মতো বুধবার খুব সকালে তার চাষের জমিতে লাগানো বেশ কিছু সবজি তার টোটো গাড়িতে করে নিয়ে শান্তিপুর গোবিন্দপুর সবজি বাজারে। সেখানেই একটি জায়গায় টোটো গাড়ি টি রেখে আরতে বিক্রি করতে যাই সবজি, সবজি বিক্রি করে ফিরে এসে দেখে তার টোটো গাড়ি টি আর সেখানে নেই, এর পরেই মাথায় হাত চাষী জয় প্রামানিক এর। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments