More
    Homeঅনান্যহুগলীর ভদ্রেশ্বর গৌরহাটি ইএসআই হসপিটালে সিটি স্ক্যান মেশিন, অক্সিজেন প্লান্ট ইউনিট, এইচ...

    হুগলীর ভদ্রেশ্বর গৌরহাটি ইএসআই হসপিটালে সিটি স্ক্যান মেশিন, অক্সিজেন প্লান্ট ইউনিট, এইচ ডি ইউনিটের শুভ উদ্বোধন হল।

    Today Kolkata:– হুগলীর ভদ্রেশ্বর গৌরহাটি ইএসআই হসপিটালে সিটি স্ক্যান মেশিন, অক্সিজেন প্লান্ট ইউনিট, এইচ ডি ইউনিটের শুভ উদ্বোধন হল গতকাল। উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় শ্রমমন্ত্রী এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী বেচারাম মান্না। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুঁই, পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্রা, ভাইস চেয়ারম্যান বিনয় কুমার, ইএসআই হাসপালের ডিরেক্টর ডাঃ তনময় চক্রবর্তী, ইএসআই সুপারিনটেনডেন্ট ডাঃ অপরাজিত মুখোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    হুগলীর ভদ্রেশ্বর গৌরহাটি ইএসআই হসপিটালে সিটি স্ক্যান মেশিন, অক্সিজেন প্লান্ট ইউনিট, এইচ ডি ইউনিটের শুভ উদ্বোধন হল।

    MORE NEWS – LPG গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা গৃহ কর্তা, ঘটনাস্থলে দমকল।

    নদীয়া:– সকালে LPG গ্যাস সিলিন্ডার লিক করে আগুন। অল্পের জন্য প্রাণে রক্ষা গৃহ কর্তার। এমনও চাঞ্চল্যকর ঘটনা টি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন সকালে ওই এলাকার বাসীন্দ গোপাল বিশ্বাস এর বাড়িতে সাতসকালে LPG গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগার ঘটনাটি ঘটে। গোপাল বিশ্বাস জানান সকালবেলায় তার মা রান্নাঘরে চা করতে গেলে গ্যাসে আগুন দেওয়া মাত্রই গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরে যায়। তড়িঘড়ি গ্যাস সিলিন্ডারটি উঠোনে ফেলে দুটি লেপ চাপা দেয়ার সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে এলাকার মানুষ সহযোগিতায় গ্যাস সিলিন্ডার টি মাটি চাপা দিয়ে দেওয়া হয়। মাটি চাপা দেওয়ার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে শান্তিপুর দোমকলে ফোন করেন ওই এলাকার পঞ্চায়েত সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। CONTINUE READING

    MORE NEWS – পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা অঞ্চলে, সাতসকালেই বিজিপি কর্মীর মৃতদেহ উদ্ধার।

    Today Kolkata:- পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা অঞ্চলের চাঁদিবেনিয়া গ্রামের 40 বছর বয়সী বিজেপির সক্রিয় কর্মী কৃষ্ণ পাত্রের মৃতদেহ উদ্ধার করল বীরখালি পুলের নিচের এক নয়নজুলি থেকে ময়না থানার পুলিশ। এই নিয়ে শুরু হয়েছে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। তবে বিজেপি নেতৃত্বদের প্রাথমিক অনুমান বিজেপি কর্মী কৃষ্ণ পাত্রকে গতকাল রাত্রে খুন করে নয়ানজুলিতে ফেলে দেওয়া হয়। CONTINUE READING

    লক্ষাধিক টাকার বোর্ড মানি সহ সাতজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।

    জোড়াগেড়িয়া ফাঁড়ির উদ্যোগে সংযোগ ও সমাধান কর্মসূচি দাঁতনের রনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments