More
    Homeরাজ্য৩৮ লক্ষ টাকা অনলাইনের মাধ্যমে প্রতারণা কাণ্ডে গ্রেফতার মালদার যুবক

    ৩৮ লক্ষ টাকা অনলাইনের মাধ্যমে প্রতারণা কাণ্ডে গ্রেফতার মালদার যুবক

    আর্থিক প্রতারণার মামলায় এবার কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হল মালদার এক যুবক। মালদা জেলার সদর মহকুমার ইংরেজবাজার থানার অমৃতি থেকে পার্থসারথি সাহা নামে ওই যুবককে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের সাইবারক্রাইম শাখার আধিকারিকেরা। তাকে দুইদিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া আসা হয়েছে কলকাতায়। এদিনই তাকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে বল জানা গিয়েছে।

    পুলিশ সূত্রে খবর, একটি ওয়েব কোম্পানিতে পার্টনার হিসেবে ঢুকে ৩৮ লক্ষ টাকা অনলাইনের মাধ্যমে প্রতারণা করে পার্থসারথি। ওই কোম্পানির অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত আরম্ভ করে কলকাতার সাইবার ক্রাইম শাখার পুলিশ। তদন্তে নেমে তাঁরা শনিবার বিকালে ইংরেজবাজার থানার পুলিশের সহযোগিতায় ওই যুবককে গ্রেফতার করে। এরপর সন্ধ্যাতেই তাকে মালদা জেলা আদালতে পেশ করে দুইদিনের ট্রানজিট রিমান্ড চেয়ে কলকাতায় আনার সুপারিশ করা হয়। সেই আর্জি আদালত মঞ্জুরও করে। এরপর রাতের ট্রেনেই পার্থসারথিকে কলকাতায় নিয়ে আসা হয়। এদিন সকালেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার আধিকারিকেরা পার্থকে নিয়ে কলকাতায় পা রেখেছেন। এদিন বেলার দিকেই তাকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments