More
    Homeপশ্চিমবঙ্গ৭২ হাজার ২২৫ কিউসেক জল ছাড়ল দুর্গাপুর ব্যারেজ, বন্যার আশঙ্কায় কাঁপছে বর্ধমান,...

    ৭২ হাজার ২২৫ কিউসেক জল ছাড়ল দুর্গাপুর ব্যারেজ, বন্যার আশঙ্কায় কাঁপছে বর্ধমান, হাওড়া ও হুগলি জেলার বাসিন্দারা

    নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে এমনিতেই জলের তলায় রয়েছে বর্ধমান, হাওড়া ও হুগলির বহু গ্রাম। তার মধ্যেই জল ছাড়ল দুর্গাপুর ব্যারেজ। ৭২ হাজার ২২৫ কিউসেক জল ছাড়ল দুর্গাপুর ব্যারেজ। আর এই জল ছাড়ার ফলে বন্যার আশঙ্কায় কাঁপছে বর্ধমান, হাওড়া ও হুগলি জেলার বাসিন্দারা। একাধিক গ্রাম জলের তলায় চলে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নিম্মচাপের জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলছে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে। এর পাশাপাশি পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টিপাত হচ্ছে কয়েকদিন ধরেই। ফলে একাধিক নদীতে বাড়ছে জল। নদীগুলিতে জল বাড়ায় একাধিক সড়ক পথ রয়েছে বন্ধ। মাইথন এবং পাঞ্চেত জলাধারেও জল বাড়তে শুরু করে দিয়েছে। পাশের রাজ্য ঝাড়খণ্ডেও বৃষ্টি হচ্ছে। ফলে গ্রামীণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। জলের চাপ বেড়েছে দুর্গাপুর ব্যারেজের উপরও আর দুর্গাপুর ব্যারেজের জলধারণ ক্ষমতা অনেকটাই কম তাই বাধ্য হয়ে জল ছাড়া হচ্ছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments