More
    Homeকলকাতা৭৫ তম স্বাধীনতা দিবসে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল ঢাকা পড়ল সাড়ে সাত হাজার...

    ৭৫ তম স্বাধীনতা দিবসে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল ঢাকা পড়ল সাড়ে সাত হাজার বর্গফুটের তেরাঙ্গায়

    ভিক্টোরিয়া মেমোরিয়াল ঢাকা পড়ল সাড়ে সাত হাজার বর্গফুটের তেরাঙ্গায়। ৭৫ তম স্বাধীনতা দিবসে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্যপালের ভাষণে উঠে এল মানবাধিকার ও সন্ত্রাসবাদের কথা। এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যপাল কথায় উঠে আসে যে, মানবাধিকার থাকা জরুরি। মানবাধিকার না থাকলে স্বাধীনতা থাকে না। সন্ত্রাসবাদের বিপক্ষে তিনি বলেন, সন্ত্রাস যেকোনো ক্ষেত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করে। মানবাধিকার লঙ্ঘন না হলেই স্বাধীনতার স্বার্থকতা। এদিনের ভাষণে তিনি বারবার সন্ত্রাসের বিরুদ্ধে সওয়াল করেছেন। তিনি বলেন যে, সন্ত্রাসই দেশ ও সমাজকে পিছিয়ে দেয়। তিনি বারবার মনে করিয়ে দেন সর্বত্র মানবাধিকার থাকা প্রয়োজন।

    ৭৫ তম স্বাধীনতা দিবসে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল ঢাকা পড়ল সাড়ে সাত হাজার বর্গফুটের তেরাঙ্গায়

    Read More-এবার সরকারি অফিসার এবং কর্মীদের জন্য কড়া নির্দেশ জারি করল নবান্ন

    এদিনের অনুষ্ঠানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল যে, ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ৭৫০০ বর্গফুটের জাতীয় পতাকা দিয়ে মুড়ে ফেলা। ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম পীঠস্থান ছিল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে জ্বলজ্বল করছে বিশাল তেরাঙ্গা। এই পতাকা তৈরি করেছে দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এই বছরের ২৫ এপ্রিল এই বিশালাকৃতির পতাকাটি প্রথম উন্মুক্ত হয় হিমালয়ের সাড়ে ১৬ হাজার ফুট উঁচুতে অবস্থিত হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে। পরে সেটি চলে আসে দার্জিলিংয়ে। যোগ দিবসের দিন সেটি উন্মুক্ত করা হয়। সেখান থেকেই এসে পৌঁছায় কলকাতায়। এছাড়াও এদিন ৭৫০টি চারা গাছ রোপন করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রাঙ্গণে।

    Read More-এবার ৬৬ পল্লির পুজোয় দেবী দুর্গার পৌরহিত্যে ৪ মহিলা

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments