More
    Homeজাতীয়৭৯তম মন কি বাত অনুষ্ঠানে কার্গিলের স্মৃতিচারণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    ৭৯তম মন কি বাত অনুষ্ঠানে কার্গিলের স্মৃতিচারণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৯তম মন কি বাত অনুষ্ঠানে কার্গিলের স্মৃতিচারণা করলেন। এদিন প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে কার্গিলের বীরদেরকে সম্মান জানানোর আহ্বান জানান। এদিন তিনি বলেন, ‘দেশের তেরঙ্গা যাঁরা উঁচিয়ে ধরে সেই বীরদের সম্মানে আবেগপ্রবণ হয়ে পড়াটাই স্বাভাবিক। এই দেশভক্তি আমাদের ঐক্যবদ্ধ করে।’

    এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘আগামীকাল, অর্থাৎ ২৬ জুলাই কার্গিল দিবস। এই কার্গিল যুদ্ধকে ভারতের সাহসিকতার প্রতীক হিসেবে দেখএ গোটা বিশ্ব। এই বছর এই দিনটি উদযাপিত হবে অমৃত মহোত্সবের মাঝে। তাই এটা আরও বেশি বিশেষ হচ্ছে। আমি কার্গিল যুদ্ধের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং কার্গিলের বীরযোদ্ধাদের প্রতি স্যালুট জানাতে চাই।’

    এদিকে এবছর দেশের স্বাধীনতার ৭৫ বছর। এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এই উৎসব শুধু সরকারের নয়, কোটি কোটি ভারতীয়ের। তাই এ বছরের স্বাধীনতা দিবসে আরও বেশি মানুষ জাতীয় সঙ্গীত গেয়ে উঠুন। প্রত্যেক ভারতবাসী জাতীয় সঙ্গীত গেয়ে ‘রাষ্ট্রগান’ ওয়েবসা আপলোড করতে পারেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments