More
    Homeকলকাতা'‌বইয়ের স্বাধীনতা উত্‍সব'! স্বাধীনতা দিবস উপলক্ষে অর্ধেক দামে বই মিলছে কলেজস্ট্রিটে

    ‘‌বইয়ের স্বাধীনতা উত্‍সব’! স্বাধীনতা দিবস উপলক্ষে অর্ধেক দামে বই মিলছে কলেজস্ট্রিটে

    ‘‌বইয়ের স্বাধীনতা উত্‍সব’।‌ অর্ধেক দামে বই!‌ হ্যাঁ, ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে অর্ধেক দামে বই মিলছে কলেজস্ট্রিটের দেজ-এর বিপনিতে। রবীন্দ্রনাথ, শঙ্খ ঘোষ, বুদ্ধদেব গুহ, কে নেই লেখক তালিকায়। পাশাপাশি রয়েছে বহু দুস্প্রাপ্য পুরোনো বই। ১০ টাকা থেকে ৫০০। সব বইয়েই ৫০ শতাংশ ছাড়। ক্রেতার ভিড়ও চোখে পড়ার মতো। রীতিমতো লাইন পড়ছে বইয়ের জন্য। বুধবার কয়েক ঘণ্টার মধ্যেই স্টলের সব বই শেষ হয়েছে। বইয়ের এই উত্‍সব চলবে ১৫ আগস্ট পর্যন্ত। সকাল ১১টা থেকে রাত ৮টা। তবে সকাল ১০টাতেই লাইন পড়ে যাচ্ছে বইপ্রেমীদের। কারণ স্টলের ভেতর একসঙ্গে ৩০ জনের বেশি ঢুকতে দেওয়া হচ্ছে না। কলেজস্ট্রিটে দেজ-এর নতুন দোকান ‘‌বুকবাজারে’‌।

    ‘‌বইয়ের স্বাধীনতা উত্‍সব’! স্বাধীনতা দিবস উপলক্ষে অর্ধেক দামে বই মিলছে কলেজস্ট্রিটে

    Read More-বিজেপি মহিলা মোর্চার ‘আইন অমান্য’ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, গ্রেফতার অগ্নিমিত্রা সহ বেশ কয়েকজন

    কীভাবে এত কম দামে বই বিক্রি সম্ভব হচ্ছে?‌ সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন ও পুরনো বই রয়েছে। কেন অর্ধেক দাম? দে’জ কর্তৃপক্ষের বক্তব্য, করোনা লকডাউনের কারণে দীর্ঘদিন বইয়ের দোকান বন্ধ ছিল। অনেক বই জমে গিয়েছে। বলা চলে স্বাধীনতার ৭৫তম বর্ষে ঘরবন্দি বইয়ে মুক্তি দেওয়ার আয়োজন এই বইয়ের স্বাধীনতা উত্‍সবে।

    Read More-এবার বাংলার মুখ্যমন্ত্রীকে বিজেপি বিরোধী বৈঠকে আমন্ত্রণ জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

    চোখে পড়ার মতো বিষয় হল, বেশিরভাগ ক্রেতাই নতুন প্রজন্মের। তাঁরাই লাইন দিয়ে দাঁড়িয়ে বই কিনে ফিরছেন। লাইন দিয়ে হাতে নিয়ে ফিরছেন সুনীল বা মতি নন্দীর বই। কেউ আবার ইতিহাসের কোনও বই পাওয়া যায় কিনা, দেখতেই ঢুঁ মারছেন বই উত্‍সবে। পাইরেটেড পিডিএফ বা ই-বুকের এই রমরমার বাজারে তরুণ-তরুণীদের বই কেনার ভিড় দেখে হাসি খেলে যাচ্ছে বইপাড়ার অন্য বিক্রেতাদের মুখেও।

    Read More-১৬ আগস্ট থেকে রাজ্যে শুরু ‘লক্ষ্মীর ভান্ডার’, জেনে নেওয়া যাক এই প্রকল্পের খুঁটিনাটি তথ্য-

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments