More
    Homeরাজ্যশীঘ্রই মিলতে পারে ১০০ দিনের বকেয়া অর্থ, রাজ্যকে আশ্বাস কেন্দ্রের। 

    শীঘ্রই মিলতে পারে ১০০ দিনের বকেয়া অর্থ, রাজ্যকে আশ্বাস কেন্দ্রের। 

    Today Kolkata:- রাজ্যে ১০০ দিনের প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ জানিয়ে আসছেন। এবার এই নিয়ে আশার আলো দেখা গিয়েছে। পঞ্চায়েত ভোটের আগেই সম্ভবত ১০০ দিনের কাজের বকেয়া বরাদ্দ পেতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে ফোন করে এ বিষয়ে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ। ফোনে তিনি জানিয়েছেন, সব কাজ ঠিকভাবেই এগোচ্ছে। শীঘ্রই ১০০ দিনের বকেয়া বরাদ্দ পেয়ে যাবে পশ্চিমবঙ্গ। প্রসঙ্গত, একশ দিনের কাজ প্রকল্প শুরু হয়েছিল সংসদে আইন পাশ করিয়ে। মানুষের কাজের অধিকারকে নিশ্চিত করতে এই আইন প্রনয়ণ করেছিল মনমোহন সিং সরকার। কিন্ত বেশ কয়েকমাস ধরে ১০০ দিনের কাজের টাকা পায়নি রাজ্য। প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা পাওনা রয়েছে রাজ্য সরকারের। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর পঞ্চায়েত দফতরের দায়িত্বে ছিলেন পুলক রায়।

    এই বিষয়ে তিনিও কথা বলেছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রীর সঙ্গে। তাঁর সময়কালেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছিলেন। এরই মধ্যে পঞ্চায়েত দফতরের দায়িত্বে আসেন প্রদীপ মজুমদার। দায়িত্ব পেয়েই তিনি বিষয়টি নিয়ে তৎপর হন। যোগাযোগ শুরু করেন গ্রামোন্নয়ন মন্ত্রকে। এরপরই গিরিরাজ প্রদীপবাবুকে আশ্বস্ত করেন বলেন, “ফাইল মুভ করছে, প্রসেসও শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি বকেয়া টাকা পেয়ে যাবেন”।অবশেষে এ বার ১০০ দিনের কাজের বরাদ্দ পাওয়ার আশ্বাস পেল রাজ্য। পঞ্চায়েত ভোটের আগে এই বরাদ্দ গ্রামীণ উন্নয়নে রাজ্য সরকারের বড় হাতিয়ার হতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহল। যদিও এই প্রসঙ্গে এখনই কোনও মন্তব্য করতে নারাজ প্রদীপ মজুমদার।

    শীঘ্রই মিলতে পারে ১০০ দিনের বকেয়া অর্থ, রাজ্যকে আশ্বাস কেন্দ্রের।

    MORE NEWS – সঙ্গীতশিল্পী রাশিদের গাড়ি আটকে ঘুষ চাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

    ঘুষ’ দিতে অস্বীকার করেছেন। আর তাই কলকাতা পুলিশের কাছে হেনস্থা হতে হল। কলকাতা পুলিশের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ তুলেছেন সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান। শিল্পীর পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে তাঁর পরিচিত এক সঙ্গীতশিল্পীকে দমদম বিমানবন্দরে পৌঁছে দিতে যায় তাঁদের গাড়ি। সে সময় বেলেঘাটা ট্র্যাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা গাড়িটি আটকান। রাশিদের গাড়ির ড্রাইভার ও দেহরক্ষীর থেকে কর্তব্যরত পুলিশরা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ। তাঁরা বারবার জানতে চান, কেন গাড়ি আটকানো হল। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments