এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো অধিনায়কত্ব ছাড়লেন পাক ব্যাটার বাবর আজম। লাগাতার ব্যর্থতার জেরে ও পারফরম্যান্সে নিজের অফফর্মেই পাকিস্তানে সমালোচনা চলছিলই। তারই জেরে এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে। মধ্যরাতে সমাজ মাধ্যমে বাবর জানান, নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগ বাড়ানো এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাবর এও জানান, নেতৃত্বে ফলের হিসেবটা আসে, থাকে বাড়তি চাপ। নিজের ব্যাটিংকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত তাঁর। এর আগে ২০২৩ বিশ্বকাপে ব্যর্থতার পর অধিনায়কত্ব ছাড়েন পাক তারকা। পরবর্তীতে পিসিবির চেয়ারম্যান হিসেবে নতুন করে দায়িত্ব নেওয়া মহসিন নাকভির সঙ্গে আলোচনা করে এই বছরের ৩১ মার্চ সাদা বলের দুই সংস্করণের অধিনায়কত্ব পান বাবর। এই দফায় ১৪ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েই শেষ হলো তাঁর অধ্যায়। যারমধ্যে জয় এসেছে মাত্র ৬ ম্যাচে।