প্রথম দিন নিয়েছিলেন ৪ উইকেট। দ্বিতীয় দিন ১ উইকেট। তাতেই পারথে টিম ইন্ডিয়ার অধিনায়ক বুমরাহ পূরণ করেন পাঁচ উইকেট। বুমরাহ হলেন মাত্র পঞ্চম ভারতীয় অধিনায়ক, যিনি টেস্টে পাঁচ উইকেট নিলেন। তাতে সেনা দেশগুলি অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় ৭ বার ইনিংসে ৫ উইকেট পেলেন বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র কপিল দেবের এই রেকর্ড রয়েছে। ফলে, কপিলদেবের সঙ্গে একাসনে বসলেন বুমরাহ। কপিলদেব এই রেকর্ড করেন ৬২ ইনিংসে। সেখানে ১১ ইনিংস কম খেলেই এই কৃতিত্ব অর্জন করেন বুমরাহ। এখনও পর্যন্ত যে দেশগুলিতে টেস্ট খেলেছেন বুমরাহ, নিউজিল্যান্ড ছাড়া সব দেশেই একাধিকবার পাঁচ উইকেট নেওয়া হয়ে গেল তাঁর। তিনি অস্ট্রেলিয়ায় এই স্বাদ পেলেন দ্বিতীয়বার। ২০১৮ সালের সফরে মেলবোর্নে নিয়েছিলেন ৩৩ রানে ৬ উইকেট।