More
    Homeখবর5G Spectrum চলতে পারে চালকবিহীন গাড়ি! শুরু ৫জি স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া।

    5G Spectrum চলতে পারে চালকবিহীন গাড়ি! শুরু ৫জি স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া।

    Today Kolkata:- অবশেষে ভারত পা রাখছে যোগাযোগ ব্যবস্থার নবতম পরিবর্তনের দুনিয়ায় 5G Spectrum। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে গেল ৫জি স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। যদি প্রক্রিয়া শেষ না হয় বা চাহিদা বজায় থাকে, তা হলে বুধবার আবার সকাল ১০টায় নিলাম শুরু হবে বলে জানানো হয়েছে। নিলামে অংশ নিয়েছে জিও, এয়ারটেল এবং ভিআই। এছাড়াও অংশ নিয়েছে নতুন সংস্থা আদানি ডেটা নেটওয়ার্কও। কী এই পাঁচ কেজি স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া? ৫জি অর্থাৎ পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক পরিষেবা। এতে দ্রুত গতির ইন্টারনেটের ফাশাপাশি পাওয়া যাবে গ্রাহকদের ফোন করার পূর্ব অভিজ্ঞতা এবং সংযোগ সংক্রান্ত সমস্যাও অতীতের পাতায় চলে যাবে।

    কে কত বিনিয়োগ করেছে? রিলায়েন্স জিও নিলাম প্রক্রিয়ায় অংশ নিয়ে ১৪ হাজার কোটি টাকা (আর্নেস্ট মানি ডিপোজিট বা ইএমডি) জমা রেখেছে। দ্বিতীয় স্থানে ভারতী এয়ারটেল ৫ হাজার ৫০০ কোটি টাকা (আর্নেস্ট মানি ডিপোজিট বা ইএমডি) জমা করেছে। তৃতীয় ভোডাফোন-আইডিয়া ২ হাজার ২০০ কোটি টাকা (আর্নেস্ট মানি ডিপোজিট বা ইএমডি) জমা করেছে। আদানি ডেটা নেটওয়ার্ক জমা করেছে ১০০ কোটি টাকা। ৫জি নেটওয়ার্কের সবচেয়ে বড় দিক, তার ‘বিদ্যুৎ গতি’। সাধারণভাবে বলতে গেলে, ৪জি পরিষেবার তুলনায় ১০ গুণ বেশি গতিময় হল ৫জি। বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু হয়েছে। ভারতে পঞ্চম প্রজন্মের মোবাইল পরিষেবায় পা রাখাটা অবশ্যম্ভাবী ছিল।

    5G Spectrum চলতে পারে চালকবিহীন গাড়ি! শুরু ৫জি স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া।

    Ramnath Kobind আপনার পরামর্শ নিতে আসব’, বিদায় লগ্নে মোদির চিঠি কোবিন্দকে।

    MORE NEWS – চলে গেলেন বীরভূমের ‘এক টাকার ডাক্তার’ সুশোভন বন্দ্যোপাধ্যায়। 

    ইহলোকের মায়া ত্যাগ করলেন একটাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় (Susovan Banerjee)। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ জনদরদী এই চিকিৎসক চলে গেলে চির ঘুমের দেশে।তাঁর আকস্মিক মৃত্যুতে মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে শোকপ্রকাশ করেছেন তিনি। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘ ৫৯ বছর ধরে মাত্র একটাকায় রোগী দেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছিলেন তিনি। ২০২০ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি। প্রতিদিন সকালে তাঁর বাড়ির সামনে লম্বা লাইন পড়ে যেত রোগীদের। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments