More
    HomeখবরActress Oindrila থেমে গেলে জীবন যুদ্ধের লড়াই, না ফেরার দেশে অভিনেত্রী ঐন্দ্রিলা।

    Actress Oindrila থেমে গেলে জীবন যুদ্ধের লড়াই, না ফেরার দেশে অভিনেত্রী ঐন্দ্রিলা।

    Today Kolkata:- Actress Oindrila প্রয়াত ‘জিয়ন কাঠি’ খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। চিকিৎসকদের সব চেষ্টা, ভক্ত ও ভালোবাসার মানুষদের প্রার্থনা ব্যর্থ করে অভিনেত্রী ঐন্দ্রিলা পাড়ি দিলেন না ফেরার দেশে। জীবন যুদ্ধ থামালেন তিনি নিজেই। দু’বার ক্যানসারকে জয় করে ফিরে এসেছিলেন। এবার আর ফিরে আসা হল না তাঁর। ২০ দিনের লড়াইয়ে জীবনের কাছে হার মানতে হল ঐন্দ্রিলাকে। রবিবার দুপুর ১২.৫৯-এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। ঐন্দ্রিলার মৃত্যুতে টলিপাড়া আজ শোকে স্তব্ধ। ভক্তরা শোকাহত। কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার। রেখে গেলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী, মা, বাবা এবং দিদিকে। দু’বার ক্যানসারকে জয় করেও ফিরে এল না মেয়েটা। জানা যায়, লড়াইটা শুরু হয়েছিল ২০১৫-এ।

    ঐন্দ্রিলা তখন একাদশ শ্রেণির ছাত্রী। ওই বয়সেই শরীরে থাবা বসায় মারণ রোগ, ‘ক্যানসার। স্কুলে পড়া সেই কিশোরী লড়ে গিয়েছিলেন ব্যোন ম্যারো ক্যানসারের সঙ্গে। প্রথমবার ক্যানসারকে হারিয়েছিলেন ঐন্দ্রিলা। ফের ক্যানসার আক্রান্ত হন তিনি। সেবারও ক্যানসারকে জয় করে ফিরে এসেছিলেন। বহরমপুরের ইন্দ্রপ্রস্তের বাসিন্দা ঐন্দ্রিলা কর্কট রোগের কাছে হার মানেননি। নতুন উদ্যম আর উৎসাহ নিয়ে আবারও টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছিল তাঁকে। এরপর হঠাৎই ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। তারপর থেকে হাসপাতালেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যাচ্ছিলেন। আচমকাই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছিল। অস্ত্রোপচারও করা হয়। তার পর এক সপ্তাহে কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর।

    Actress Oindrila থেমে গেলে জীবন যুদ্ধের লড়াই, না ফেরার দেশে অভিনেত্রী ঐন্দ্রিলা।

    বিশ্বকাপের মাঝেই কাতার সফরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।

    রাহুল গান্ধীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, গুলি করে মারা হবে কমলনাথকে! ইন্দোর পুলিশের হাতে বেনামি হুমকি চিঠি।

    টুইটারের দায়িত্ব নিয়েই ১৩ কেজি ওজন হ্রাস এলন মাস্কের , সংস্থার দুশ্চিন্তার কারণেই কি মাস্কের শারীরিক অবস্থার অবনতি ?

    ২০ দিন ধরে চলে যমে-মানুষের লড়াই। অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ঐন্দ্রিলা। দু’দিন আগে সব্যসাচীর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে সবাই খুশি হয়েছিলেন। মনে হয়েছিল, সবার প্রার্থনায় ঈশ্বর এবারও মুখ তুলে চেয়েছেন। ফের জীবন যুদ্ধে জয়ী হবেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা আছে, থাকবে। কিন্ত আর রইল না ঐন্দ্রিলা। সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments