More
    Homeঅনান্যAIIMS গুরুতর অসুস্থ নন, ভর্তির দরকার নেই, জানাল ভুবনেশ্বর এইমস।

    AIIMS গুরুতর অসুস্থ নন, ভর্তির দরকার নেই, জানাল ভুবনেশ্বর এইমস।

    Today Kolkata:- রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি নিল না ভুবনেশ্বর এইমস (AIIMS)। এইমস-এর (AIIMS) চিকিৎসকদের মতে, পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গিয়েছে, তাঁর র সমস্যা ক্রনিক, যা তেমন গুরুতর নয়। বাড়িতে রেখেই চিকিৎসা করা সম্ভব। কলকাতা হাই কোর্টের নির্দেশ মত এইমসের তরফে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট মেডিক্যাল অফিসার এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার তৃণমূল মহাসচিবের স্বাস্থ্য পরীক্ষার পর এইমস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর আশুতোষ বিশ্বাস বলেন, ‘৪-৫ রকম ক্রনিক রোগে ভুগছেন পার্থ। কিন্তু, এর জন্য হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই। বাড়িতে থেকে নিয়ম করে ওষুধ খেলেই হবে।’ পাশাপাশি, এইমস-এর তরফে দাবি করা হয়েছে যে, বুকে কোনও ব্যথা নেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর।

     শুক্রবার সকাল থেকে ২৭ ঘণ্টা জেরা করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এরপরই শনিবার এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন পার্থ। রাতে শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএম-এ ভর্তি করানো হয় তাঁকে। এসএসকেএম-এ ভর্তি করানো নিয়ে ইডি হাই কোর্টে মামলা করে। মামলার শুনানিতে রবিবার হাই কোর্টের নির্দেশে ভুবনেশ্বরে এইমসে নিয়ে গিয়ে তাঁর শারীরিক পরীক্ষা করানো হয়। এইমস-র তরফে বর্তমান শিল্পমন্ত্রীর শারীরিক পরীক্ষার পর জানানো হয়েছে যে, হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি নেই পার্থর। তবে ওষুধ খেয়ে যেতে হবে। এ প্রসঙ্গে আশুতোষ বিশ্বাস স্পষ্ট জানান, এসএসকেএম তাদের মতো চিকিৎসা করেছে। আর আমরা আমাদের মতো। এরফলে এদিন ইডি-র আদালতে ফের উঠছে পার্থ চট্টোপাধ্যায়ের মামলা। জামিন কী পাবেন বাংলার মন্ত্রী? এখন সেটাই দেখার।

    AIIMS গুরুতর অসুস্থ নন, ভর্তির দরকার নেই, জানাল ভুবনেশ্বর এইমস।

    দিল্লিতে আমন্ত্রণ পেয়ে খুশি রেয়ারডাডি লাকচার গাঁওতা সাংস্কৃতিক দল।

    MORE NEWS – বহরমপুর থানায় ভয়াবহ বিস্ফোরণ, এসআই-সহ জখম ৩।

    আচমকাই জোরাল বিস্ফোরণে কেঁপে উঠল থানা। বিস্ফোরণের জেরে জখম হয়েছেন এক এসআই-সহ ৩ জন। মোবাইল টাওয়ারের ব্যাটারি থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার (Baharampur Thana) দোতলায় মালখানার বাইরে। আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন এসআই কৃষ্ণেন্দু গোস্বামী-সহ দুই কনস্টেবল। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments