More
    HomeখবরAnubrata Mandal গরুপাচার-কাণ্ডে বুধবার অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ সিবিআইয়ের।

    Anubrata Mandal গরুপাচার-কাণ্ডে বুধবার অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ সিবিআইয়ের।

    Today kolkata:- গরুপাচার মামলায় বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) ফের তলব করল সিবিআই। আগামী বুধবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এই মামলায় তৃণমূল নেতাকে এখনও পর্যন্ত দশবার তলব করল সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অনুব্রতকে ই-মেল মারফত তলবের ব্যাপারে জানানো হয়েছে। তবে সিবিআইয়ের বিশেষ দূত অনুব্রতর হাতে তলবের নোটিশ দেবেন। উল্লেখ্য, এর আগে বিধানসভা ভোট পরবর্তী হিংসা, গরুপাচার-সহ একাধিক মামলায় সিবিআই অনুব্রতকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করে। কিন্ত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার সিবিআইয়ের তলব এড়িয়ে যান অনুব্রত। শেষ পর্যন্ত অনুব্রত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে বাধ্য হন। এবার ফের তাঁকে তলব করল সিবিআই।

    সম্প্রতি এই মামলায় গত সোমবার অনুব্রতকে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু এবারও হাজিরা এড়ান বীরভূমের এই দাপুটে নেতা। অসুস্থতার জন্য সোমবার সিবিআই দপ্তরে হাজিরা দিতে পারবেন না। রবিবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একথা জানান অনুব্রত। রবিবার বীরভূম থেকে কলকাতার চিনার পার্ক এলাকার বাড়িতে আসেন তিনি। সোমবার সেখান থেকে প্রথমে এসএসকেএম হাসপাতালে যান তৃণমূল নেতা। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা করার পর চিকিৎসকরা জানান যে, তাঁর যে সমস্যা রয়েছে, তাতে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই।

    Anubrata Mandal গরুপাচার-কাণ্ডে বুধবার অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ সিবিআইয়ের।

    Weather Kolkata শহরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস, প্রয়োজনীয় পদক্ষেপ করল কলকাতা পুরসভা।

    Health care diabetes ডায়াবিটিসে ভুগছেন? এই চারটি সহজ খাবারে উপকার পাবেন চটজলদি।

    MORE NEWS – পার্থ ও অর্পিতাকে হেফাজতে নিয়ে এবার জেরা করতে চায় সিবিআই।

    CBI vs Partho & Arpita পার্থ-অর্পিতাকে নিয়ে বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি। অবশ্য এসএসসি নিয়োগ ও প্রাথমিক টেট দুর্নীতির বিরুদ্ধে প্রথমে তদন্তে নেমেছিল সিবিআই। কিন্ত তদন্ত সেভাবে এগোয়নি। অসন্তোষ প্রকাশ করে একথা জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্ত কাজ সূষ্ঠুভাবে করার জন্য সিবিআই সিট গঠন করা হয়। কিন্ত তাতেও তদন্ত খেই হারিয়ে ফেলে বলে অভিযোগ ওঠে। শেষমেশ এই দুর্নীতির কিনারা করতে আসরে নামতে হয় ইডি-কে। হেফাজতের পর পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় এখন জেল হেফাজতে। আদালতের নির্দেশ জেরা করতে পারবে ইডি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments