More
    Homeঅনান্যAnubrata Mandal মমতা বন্দ্যোপাধ্যায় অনেক করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ আত্মবিশ্বাসী অনুব্রতর।

    Anubrata Mandal মমতা বন্দ্যোপাধ্যায় অনেক করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ আত্মবিশ্বাসী অনুব্রতর।

    Today kolkata:- আজ বুধবারই অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)১৪ দিনের সিবিআই হেফাজত শেষ হচ্ছে৷ সূত্র মারফত জানা যায়, তাঁকে জেল হেফাজতে পাঠিয়ে জেরা করার জন্য এদিন আদালতের কাছে আবেদন করতে চলেছে সিবিআই৷ কিন্ত এতদিন সিবিআই হেফাজতে থাকাকালীন তাঁকে দেখে মনে হত অসুস্থ, মানসিকভাবে বিধ্বস্ত৷ তবে এদিন সকালে একবারেই উল্টো ছবি। বদলে গেল অনুব্রত মণ্ডলের শরীরী ভাষা৷ সকালে নিজাম প্যালেসের সিবিআই দফতর থেকে অনুব্রত মণ্ডলকে বের করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে, অনেক করেছেন!’ অসুস্থ নয়, বরং প্রবল আত্মবিশ্বাসী লাগে গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতাকে৷ সংবাদমাধ্যমের একের পর এক প্রশ্নের উত্তরও দেন তিনি৷ তবে তাঁর হঠাৎ আত্মবিশ্বাস মনোভাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
    সবমিলিয়ে এ দিন পুরনো মেজাজেই পাওয়া গিয়েছে বীরভূমের কেষ্টকে৷

    তিনি জামিনের আশা করছেন কি না প্রশ্ন করায় অনুব্রত বলেন, ‘সেটা তো কোর্ট বলবে৷’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, অনুব্রত মণ্ডলের মতো প্রভাবশালীর মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে বিচার করা হোক৷ এই প্রশ্নেরও সটান জবাব দিয়েছেন অনুব্রত৷ অনুব্রত পাল্টা প্রশ্ন করেন, ‘এটা নিয়মে আছে নাকি, বললেই হয়ে গেল?’ এর পাশাপাশি গতকালই অনুব্রত মণ্ডলের নাম করে সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ প্রসঙ্গে এই ঘটনার নিজেই সিবিআিই তদন্ত চেয়েছেন তৃণমূলের এই নেতা। এদিকে গত কয়েকদিনে অনুব্রত মণ্ডলের চাল কলে হানা দিয়েছে সিবিআই৷ তাঁর বিপুল সম্পত্তির খোঁজও পেয়েছেন সিবিআই গোয়েন্দারা। সেই সব তথ্য প্রমাণ আজ আদালতে পেশ করার কথা সিবিআই-এর৷

    Anubrata Mandal মমতা বন্দ্যোপাধ্যায় অনেক করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ আত্মবিশ্বাসী অনুব্রতর।

    MORE NEWS – গঙ্গার নীচে ফের তৈরি হতে চলেছে সুড়ঙ্গ চমক কলকাতায়।

    Kolkata শুধু রেলপথই নয়, এবার গঙ্গার তলায় নির্মিত হতে চলেছে সড়কপথও। এবার ছয় লেনের সুড়ঙ্গ দিয়ে ছুটবে পণ্যবাহী গাড়ি। শীঘ্রই ইস্ট-ওয়েস্ট মেট্রোর গঙ্গার নীচের সুড়ঙ্গের মতো ফের একটি সুড়ঙ্গ হতে চলেছে কলকাতায়।খিদিরপুর থেকে হাওড়া পর্যন্ত তৈরি করা হবে এই টানেল। প্রায় ৮০০ মিটার লম্বা হবে এই সুড়ঙ্গ। মূলত কলকাতা ও হাওড়ার যানজট কাটাতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments