More
    HomeখবরApps বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে ইচ্ছুক অ্যাপে ১ কোটি User's এর মধ্যে...

    Apps বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে ইচ্ছুক অ্যাপে ১ কোটি User’s এর মধ্যে ২০ লাখ ভারতীয়।

    Today Kolkata:- Apps বিবাহ বহির্ভূত সম্পর্কে ইচ্ছুক যারা , তাঁদের জন্য অ্যাপ বানিয়ে ফেলেছে ফ্রান্সের সংস্থা। Gleeden নামে তাদের ওই বিবাহবহির্ভূত সম্পর্কের (Affaire) ডেটিং অ্যাপটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। Tinder, Bumble, OkCupid-র মতো একাধিক ডেটিং অ্যাপকে রীতিমতো টেক্কা দিচ্ছে নয়া এই অ্যাপ। সোমবার Gleeden-এর তরফে ঘোষণা করা হয়েছে, ইতিমধ্যেই ১ কোটি ইউজার ক্রস করে গিয়েছে তারা। এই ১ কোটি ইউজারের মধ্যে ২০ লাখ ইউজারই ভারতের। 2022 সালের সেপ্টেম্বর থেকে প্রায় ১১ শতাংশ বেড়েছে অ্যাপের ইউজার সংখ্যা।

    বহুগামী সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ককে (Affaire) খুব একটা ভালো চোখে দেখা হয় না এ দেশে। এখনও দেশের আনাচকানাচ থেকে সম্মান রক্ষার নামে খুনের খবর মেলে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে শাস্তির নিদান দেয় খাপ পঞ্চায়েত। সেখানে দাঁড়িয়ে ভারতে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য তৈরি ডেটিং অ্যাপের এত রমরমা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য সঙ্গী খুঁজে দেবে এই অ্যাপ।

    সংস্থার তথ্য অনুযায়ী , অ্যাপের ইউজারদের সবচেয়ে বড় অংশ ৬৬ শতাংশই আসে টায়ার ওয়ান সিটি থেকে। টায়ার টু ও থ্রি সিটি থেকে আসছে ৪৪ শতাংশ ইউজার। শুধু ২০২২ সালে ১৮ শতাংশের বেশি নতুন ইউজার ঢুকেছেন অ্যাপে। যদিও এই অ্যাপটি বানানো হয়েছে মূলত বিবাহিতদের (Married) জন্য , তার বাইরে অনেকেই ডাউনলোড করছেন এই অ্যাপটি। যা দেখে নিশ্চিত বলা যায়, বদলাচ্ছে দেশ। ডেটিংয়ের ধারণাও ক্রমশ পাল্টাচ্ছে। অনেক বেশি ক্যাসুয়াল সম্পর্কের (Casual Relationship) দিকে এগিয়ে গিয়েছে আজকের প্রজন্ম।

    Apps বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে ইচ্ছুক অ্যাপে ১ কোটি User’s এর মধ্যে ২০ লাখ ভারতীয়।

    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারো দুর্ঘটনা। রাজধানী কিয়েভের অদূরে ভেঙে পড়ল হেলিকপ্টার।

    সংস্থার তথ্য অনুসারে , Gleeden অ্যাপের বেশিরভাগ ভারতীয় ইউজার কিন্তু অর্থনৈতিকভাবে স্বচ্ছ্বল পরিবার থেকে আসা। অ্যাপটি ব্যবহার করছেন যে সব পুরুষ, তাদের বেশিরভাগেরই বয়স ৩০ এর মধ্যে, মহিলারা ২৬ বা তার বেশি বয়সী। ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ব্যবসায়ী, কনসাল্টেন্ট, ম্যানেজার, ডাক্তার- নানা পেশার মানুষ ব্যবহার করছেন এই অ্যাপ। নির্মাতারা মহিলাদের জন্য অতিরিক্ত সুরক্ষার (Praivecy) ব্যবস্থা করেছে অ্যাপটিতে। ২০২৩ সালে এই অ্যাপ আরও সাফল্যের শিখর ছোঁবে বলেই আশা নির্মাতাদের।

    একটা সময় ঘটকালির জন্য ঘটকের বিকল্প হয়ে উঠেছিল ম্যাট্রিমনিয়াল সাইটগুলি। তবে বাবা-মায়ের পছন্দ করা পাত্র বা পাত্রীর গলায় মালা নয় , বরং গিয়ে দেখে বেছে নিজের জীবনসঙ্গী (Life Partner) নির্বাচন করে নেওয়াটাই আজকের ট্রেন্ড হয়ে গেছে। রক্ষণশীল একমুখী সম্পর্ক থেকে অনেকটাই বেরিয়ে এসেছে বর্তমান প্রজন্ম (Present Jenaration)। এখনকার সম্পর্ক বহুমাত্রিক।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments