More
    Homeঅনান্যArihant submarine পরমাণু সাবমেরিন আরিহান্ত থেকে নিখুঁত টার্গেট মিসাইলের, সফল উৎক্ষেপণ ভারতের।

    Arihant submarine পরমাণু সাবমেরিন আরিহান্ত থেকে নিখুঁত টার্গেট মিসাইলের, সফল উৎক্ষেপণ ভারতের।

    Today Kolkata:- পরীক্ষামূলকভাবে সাবমেরিন আইএনএস আরিহান্ত (Arihant submarine) থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত। ক্ষেপণাস্ত্রটি নির্ভুল স্থানে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম হয়েছে বলে শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের কার্যকরি ও প্রযুক্তিগত সব রকমের মানদণ্ড সঠিক বলে জানানো হয়েছে। দেশের কাছে এটি অন্যতম মাইলফলক। এর আগেও জলের নীচে নির্দিষ্ট কোনও জায়গা থেকে মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। কিন্ত এই প্রথম কোনও সাবমেরিন থেকে মিসাইল উৎক্ষেপণ করা হল। এরপলে পরমাণু শক্তিধর দেশ হিসাবেও ভারত ফের নিজের ক্ষমতা জাহির করল। প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, নিখুঁত নিশানায় এই মিসাইল নিজের টার্গেটে আছড়ে পড়েছে। আগে থেকে নির্দিষ্ট করা রেঞ্জের মধ্যে রেখেই বঙ্গোপসাগরের বুকে এই মিসাইলকে উৎক্ষেপণ করা হয় পরীক্ষার জন্য।

    কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আইএনএস আরিহান্তের হাত ধরে সফল এসএসবিএম ইউজার ট্রেনিং লঞ্চ প্রমাণ করেছে ক্রিউয়ের কার্যক্ষমতা এবং কর্মক্ষমতাগত ও প্রযুক্তিগত বিভিন্ন মানকে ছুঁতে পেরেছে। আরিহান্ত হল ভারতের বুকে তৈরি পরমাণু সাবমেরিন। বলা ভালো নিউক্লিয়ার পাওয়ার্ড ব্যালাস্টিক মিসাইল সাবমেরিনের তালিকায় আরিহান্ত অন্যতম। এটি হল ভারতের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিন। বন্দর নগরী বিশাখাপত্তনম শহরে জাহাজ নির্মাণ কেন্দ্রের অ্যাডভান্সড টেকনোলজিস ভেসেল প্রকল্পের অধীনে ৬ হাজার টনের এই ডুবোজাহাজটি নির্মাণ করা হয়েছিল। এটি বর্তমানে বিশাখাপত্তনম বন্দরের নৌঘাটিতে মোতায়েন রয়েছে।

    এই ডুবোজাহাজ ভারতের পূর্ব উপকূলভাগের নৌশক্তি বৃদ্ধি করেছে। ভারতের নৌ সেনার শক্তি হিসাবে এর কার্যকারিতা যথেষ্ট প্রাসঙ্গিক। ভারতের এই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের পরই কাঁপছে চিন-পাকিস্তানের মতো দেশ।এমনটাই মত কূটনৈতিক মহলের একাংশের। জানা যায়, রাশিয়ার যুদ্ধ জাহাজ আকুলা ওয়ানের ওপর নির্ভর করে ২০০৯ এই সাবমেরিনের জয়যাত্রার সূচনা হয়।

    Arihant submarine পরমাণু সাবমেরিন আরিহান্ত থেকে নিখুঁত টার্গেট মিসাইলের, সফল উৎক্ষেপণ ভারতের।

    MORE NEWS – অস্ত্রোপচার হল অভিষেকের চোখে, ট্যুইটে বিরোধীদের নিশানা কুণালের।

    ফের চোখের অস্ত্রোপচার করাতে হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee)৷ দুবাইয়ের পর এবার আমেরিকার জন হপকিন্স হাসপাতালে চোখের অস্ত্রোপচার করা হল তাঁর। প্রায় ৭ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। তাতে ঝুঁকি ছিল। তবে অপারেশন সফল হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। শনিবার টুইট করে একথা জানান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments