More
    HomeখবরArpita Mukherjee “সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে” , বিচারকের সামনে কাতর আর্তি...

    Arpita Mukherjee “সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে” , বিচারকের সামনে কাতর আর্তি অর্পিতার।

    Today Kolkata:- অর্পিতার (Arpita Mukherjee) দাবি, তাঁর মতো একজন নির্দোষ মহিলাকে আটকে রেখে তাঁর সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে। বিচারকের সামনে অর্পিতা বলেন, “আট মাস নির্দোষ মহিলাকে জেলে আটকে রাখা হয়েছে। আপনার কি মনে হয় না একজন মহিলাকে আটকে রেখে তার সামাজিক সম্মান নষ্ট হচ্ছে?” “আমি ভাল পরিবারের মেয়ে। আমার মা বৃদ্ধ। আমি মা কে ছেড়ে থাকছি। মায়ের পাশে আমার থাকা উচিত।” মঙ্গলবার আদালতে বিচারকের সামনে কাতর আর্তি জানালেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অর্পিতা মুখোপাধ্য়ায়।

    বিচারক অবশ্য তখনই অর্পিতাকে জানিয়ে দেন, তাঁর আইনজীবী এখনও তাঁর জামিনের আবেদন আদালতের সামনে রাখেননি। সেই আবেদন পেলে তিনি অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবেন। এদিন আদালতে অর্পিতা দাবি করেন, জেলে তাঁর অত্যন্ত কষ্ট করে দিন কাটছে। শরীরও ভাল নেই। অর্পিতার দাবি, এই মামলার সঙ্গে তাঁর কোনও যোগই নেই। তা-ও তাঁকে কারাগারে আটকে রাখা হয়েছে। পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chaterjee) কাছেও তাঁর বর্তমান পরিস্থিতি জানতে চান বিচারক। প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, “আমার পা ফুলে যাচ্ছে। জেলে বিরুদ্ধে অভিযোগ করছি না তবে জেলে সেই পরিকাঠামো নেই।

    Arpita Mukherjee “সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে” , বিচারকের সামনে কাতর আর্তি অর্পিতার।

    Suvendu Adhikari ফের অভিষেককে নিয়ে শুভেন্দুর ‘ডেটলাইন’! নন্দীগ্রাম দিবসে ‘অভিষেক’ ইস্যুতে ‘ডেটলাইন’ বিরোধী দলনেতার।

    Santanu Banerjee শুরুতে কাঁধে ছিল মই ! যুব নেতা হওয়ার পর ভোল বদলায় শান্তনুর , তৃণমূল নেতা হয়ে ওঠেন ‘লাটসাহেব’ !

    Nabanna উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ট্রেন পরিষেবা নিয়ে এবার উদ্বিগ্ন , জেলাশাসকদের বিশেষ নির্দেশ নবান্নের।

    Higher Secondary Examination কড়া নিরাপত্তায় চলতি বছরের উচ্চ মাধ্যমিক , একাধিক সতর্কতামূলক ব্যবস্থা পর্ষদের।

    ২৫০০ বন্দিকে দেখাশোনা করার জন্য কোনও ব্যবস্থা নেই। আপনি এসে দেখবেন। আমার শরীর খুব খারাপ হচ্ছে।” পার্থর তরফে অবশ্য আগেই একটি মেডিক্যাল অ্যাপ্লিকেশন জমা পড়েছে। বিচারক জানিয়েছেন, “চিকিৎসায় যাতে অসুবিধা যাতে না হয় সেটা দেখব।” এরপরেই পার্থর (Partha Chaterjee) স্বগতোক্তি, “মরেই যাই যদি! পা ফুলে ঢোল। তাহলে কি হবে বিচার করে কি লাভ ? আমি অনেক কিছু বলতে চাই। মনে হচ্ছে আগের জন্মে আমি রাস্তায় ঘুরে বেড়িয়েছি । আমি নিজে এসে বলতে চাই সবটা। আট মাসে কি হলো? আর কতদিন রাখবে ?”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments