More
    HomeখবরAsha Lakrha বঙ্গ বিজেপির দায়িত্ব পাওয়ার পর রাজ্য সফরে এসেই তৃণমূল সরকারকে তোপ...

    Asha Lakrha বঙ্গ বিজেপির দায়িত্ব পাওয়ার পর রাজ্য সফরে এসেই তৃণমূল সরকারকে তোপ আশার।

    Today Kolkata:- “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার  আদিবাসীদের নিয়ে শুধু ভোটের রাজনীতি করে…।’’ রাজ্য সরকারকে ঠিক এই ভাষাতেই তোপ দাগলেন ঝাড়খণ্ডের আদিবাসী সম্প্রদায়ের মুখ তথা বঙ্গ বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সহ-পর্যবেক্ষক আশা লাকড়া (Asha Lakrha)। সেইসঙ্গে বিজেপির নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগের প্রসঙ্গ টেনে শাসকদলকে অত্যাচারী বলেও কটাক্ষ করেন তিনি। আদিবাসীদের মন পেতে ‘আশা’-তেই আশা বঙ্গ বিজেপির। জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে কেন্দ্রীয় নেতৃত্ব আশা লাকড়াকে বাংলার সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সহ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে। রাজ্য বিজেপিতে এই প্রথম কোনও মহিলা সহ- পর্যবেক্ষকের দায়িত্বে। দায়িত্ব পাওয়ার পর বঙ্গ বিজেপির দুদিনের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে প্রথমবার বঙ্গ সফরে আসেন আশা।

    গত নির্বাচনগুলিতে আদিবাসীদের সমর্থন পেয়েছিল গেরুয়া শিবির। সেই সমর্থন ধরে রাখতেই বিশেষ দায়িত্ব দেওয়া হল আশাকে। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। আশা লাকড়া একদিকে যেমন রাঁচি পুরসভার দীর্ঘদিনের মেয়র, পাশাপাশি ঝাড়খণ্ডে আদিবাসীদের মুখ হিসেবেই পরিচিত। সেই আদিবাসী মুখেই আসন্ন পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের আগে কাজে লাগাতে চাইছে বঙ্গ বিজেপি। এমনটাই মনে করা হচ্ছে।

    Asha Lakrha বঙ্গ বিজেপির দায়িত্ব পাওয়ার পর রাজ্য সফরে এসেই তৃণমূল সরকারকে তোপ আশার।

    Forest Department “Gajamitra” বন দফতরে ‘গজমিত্র’ নামে নতুন পদে ৬০০ কর্মী নিয়োগের ঘোষণা।

    Justice Avijit Gangopadhyay দুর্নীতি করে চাকরিতে ঢুকেছে প্রত্যেকের চাকরি যাবে”, কড়া হুঁশিয়ারি বিচারপতির।

    Weather update saradin সারাদিনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল।

    Rani Elizabeth সোমবার রানি এলিজাবেথের অন্ত্যেষ্টি, লন্ডনে রাষ্ট্রপতি মুর্মু।

    MORE NEWS – বিধানসভাতেও কেষ্টচর্চায় মমতা।

    কখনও বেহালা ম্যান্টনে, তো কখনও আবার দলীয় সভায়। এবার সোমবার বিধানসভার (Assembly) অন্দরে অধিবেশন চলাকালীনও উঠে এল অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ। গরু পাচারের অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু অনুব্রত মণ্ডলের ব্যাপারে দল এখনও নমনীয়। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একাধিকবার অনুব্রত মণ্ডলের প্রশংসা করতে শোনা গিয়েছে। প্রসঙ্গত, সোমবার বিধানসভার অধিবেশনে কেন্দ্রীয় এজেন্সির ‘অতি সক্রিয়তা’ নিয়ে নিন্দায় সরব হয় শাসকদল তৃণমূল কংগ্রেস। এদিন বিধানসভার কক্ষে এই ইস্যুতেই ঝড় তোলে ঘাসফুল শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কথায় বুঝিয়ে দিয়েছেন, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments