More
    HomeখবরAsia Cup 2022 বাবরদের জয়ে এশিয়া কাপ থেকে ছুটি রোহিতদের, কোন দুই...

    Asia Cup 2022 বাবরদের জয়ে এশিয়া কাপ থেকে ছুটি রোহিতদের, কোন দুই দল ফাইনাল খেলবে?

    Today Kolkata:- বাবর আজমের দলের জয়ে এশিয়া কাপ (Asia Cup 2022) থেকে ভারত ও আফগানিস্তান, দুটি দলেরই ছুটি হয়ে গেল। এশিয়া কাপ-২০২২ এর ফাইনালে জায়গা পাকা করে নিল পাকিস্তান। ফাইনালে ওঠা দ্বিতীয় দল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার ভারত বনাম আফগানিস্তান ম্যাচটি কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। সুপার-ফোর রাউন্ডে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ধরাশায়ী করে পাকিস্তান। সুপার-ফোর রাউন্ডে দুটি করে ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। টান টান উত্তেজনার ম্যাচে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। একই সঙ্গে প্রতিযোগিতায় বিদায় নিশ্চিত হয় ভারতের। আফগানদের ছয় উইকেটে ১২৯ রানের জবাবে বাবর আজমরা ১৯.২ ওভারে ৯ উইকেটে ১৩১ রান তোলেন। অবশ্য রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ হয়েছিল পাকিস্তানের।

    প্রথম বলেই আউট হন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এদিন খাতাও খুলতে পারেননি তিনি। এর পর চতুর্থ ওভারে রান আউট হন ফখর জামান। ৯ বলে মাত্র ৫ রান করতে তোলেন তিনি। ১৮ রানের মধ্যেই ২ উইকেট পড়ে পাকিস্তানের। তবে অপর প্রান্ত থেকে বড় শট খেলতে থাকেন মহম্মদ রিজওয়ান। কিন্তু, শারজার স্লো উইকেটে তিনিও রশিদ খান ও মুজিব উর রহমানের মতো স্পিনারদের সামনে টিকে থাকতে পারলেন না। নবম ওভারে ২৬ বলে ২০ রান করে রশিদ খানের শিকার হন। ৫০ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। তবে ইফতিখার আহমেদ, শাদাব খান এবং শেষ পর্যন্ত নাসিম শাহ ব্যাটে ঝড় তোলেন। জয় ছিনিয়ে নেয় পাকিস্তান।

    Asia Cup 2022 বাবরদের জয়ে এশিয়া কাপ থেকে ছুটি রোহিতদের, কোন দুই দল ফাইনাল খেলবে?

    MORE NEWS – এবার শিয়ালদহ থেকে ১০০ কিমি বেগে ছুটবে লোকাল ট্রেন।

    একবার থেকে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবেন গন্তব্যস্থলে। কর্মক্ষেত্রেও দেরি হওয়ার আশঙ্কা কমতে চলেছে। ভূমিকায় লোকাল ট্রেন। বাড়ছে লোকাল ট্রেনের গতি। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে. শিয়ালদহ শাখার মেইন ও কর্ড লাইনের ট্রেনে গতি বাড়ানো হবে। উত্তরে রাণাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে লাইনের ট্রেনেও বাড়তে চলেছে গতি। বাড়বে বনগাঁ শাখার ট্রেনের স্পিড। এর পাশাপাশি বারুইপুর, নামখানা শাখার সব ট্রেনের গতিবেগ বাড়তে চলেছে। ফলে এবার আরও তাড়াতাড়ি কর্মক্ষেত্রে বা বাড়িতে পৌঁছতে পারবেন নিত্যযাত্রীরা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments