More
    Homeকলকাতানমামি গঙ্গার আওতায় আদি গঙ্গা, ৬৬৪ কোটি টাকা ব্যয়ে আমূল বদলে যাবে...

    নমামি গঙ্গার আওতায় আদি গঙ্গা, ৬৬৪ কোটি টাকা ব্যয়ে আমূল বদলে যাবে টালি নালার পরিবেশ।

    Today Kolkata:- নমামি গঙ্গা প্রকল্পের আওতায় পড়ে এবার আদি গঙ্গা বা টালি নালার সংস্কার হতে চলেছে। আদিগঙ্গার পরিবেশবান্ধব সংস্কারে ৬৬৪ কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই সংস্কারের কাজ করতে সময় লাগতে পারে ৩০ মাস। প্রসঙ্গত ,মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির পিছন দিয়েই বয়ে গিয়েছে আদি গঙ্গা বা টালি নালা।

    নমামি গঙ্গার আওতায় আদি গঙ্গা , ৬৬৪ কোটি টাকা ব্যয়ে আমূল বদলে যাবে টালি নালার পরিবেশ

    নমামি গঙ্গার আওতায় আদি গঙ্গা , ৬৬৪ কোটি টাকা ব্যয়ে আমূল বদলে যাবে টালি নালার পরিবেশ

    দইঘাট থেকে গড়িয়া (Garia) স্টেশন। দৈর্ঘ্যে প্রায় ২৭ কিলোমিটার। একদিকে জবরদখল অন্যদিকে দূষণ (Pollution)। জোড়া ফলায় দীর্ঘদিন ধরেই অপরিচ্ছন্ন , অস্বাস্থ্যকর অবস্থায় পড়ে রয়েছে টালিনালা। প্রসঙ্গত ,২০ শতক থেকেই এই আদি গঙ্গার দুপাশের গড়ে উঠতে থাকে বসতি। নদীর পাড়েই খাটাল। বাসিন্দাদের ব্যবহার করা বর্জ্য জমা পড়তে থাকে এখানে। মিশতে থাকে দূষিত (Pollution) জল।

    এক সময় দূষণ ঠেকাতে গঙ্গা অ্যাকশন প্ল্যান নেওয়া হয়। সেই প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় আদি গঙ্গায় আরও দূষণ বাড়ে। বহু চেষ্টা করেও পরিস্থিতি আগের অবস্থায় ফেরাতে পারেনি কলকাতা পুরসভা (Kolkata Municipality) ও রাজ্য সরকার (State Government)। যার ফল ভুগতে হচ্ছে আদিগঙ্গার দু’ধারে থাকা কলকাতা (Kolkata) ও সোনারপুর পুরসভা (Sonarpur Municipality) ৩১টি ওয়ার্ডের বাসিন্দাদের।

    নমামি গঙ্গার আওতায় আদি গঙ্গা, ৬৬৪ কোটি টাকা ব্যয়ে আমূল বদলে যাবে টালি নালার পরিবেশ।

    প্রয়াত মা, ব্যক্তিগত শোক ভুলে কর্তব্যে অবিচল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    আদিগঙ্গার দইঘাট থেকে বিদ্যাধরী নদীর সংযোগস্থল পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার আদি গঙ্গার দৈর্ঘ্য। ২৭ কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে ১৭ কিলোমিটার কলকাতা পুরসভার (Kolkata Municipality) আওতাধীন। যার দুপাশের কলকাতার ২৮টি ওয়ার্ড ও সোনারপুর পুরসভার (Sonarpur Municipality) ৩টি ওয়ার্ড। রাস্তা ৩২ বর্গ কিলোমিটার। কলকাতা কর্পোরেশন (Kolkata Municipal Corporation) বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় টালিনালার সংস্কার করলেও বড় ধরনের কোনও সংস্কারের কাজ করা হয়নি। নিয়মিত সংস্কারের অভাবে পরিবেশ ক্রমাগত দূষিত হয়েছে।

    নমামি গঙ্গা প্রকল্পে আদি গঙ্গার কাজের খতিয়ান। কী কী হবে এক ঝলকে দেখে নেওয়া যাক – ★ ব্রীজি রোড, বাঁশদ্রোণী, গল্ফগার্ডেনে তিনটি বিজ্ঞানসম্মত আধুনিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। ★ ৫০ কিলোমিটার ভূগর্ভস্থ নিকাশি পাইপ লাইন। ★ ১২ টি নতুন ড্রেনেজ পাম্পিং স্টেশন। ★ ১১ টি পাম্পিং স্টেশনের সংস্কার ও আধুনিকীকরণ। ★ সেমি অটোমেটিক নতুন ৬ টি পেন স্টক গেট বসানো হবে। ৬৮ টি পুরনো গেটের সংস্কার। ★ ৪ টে ট্রেসল ব্রিজ তৈরি।

    গঙ্গা থেকে টালি নালার বা আদি গঙ্গার শুরু হয়েছে দই ঘাটে।

    অরিজিতের অনুষ্ঠানের লিখিত অনুমতি ছিল না , আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ ফিরহাদের।

    উল্লেখ্য,গঙ্গা থেকে টালি নালার বা আদি গঙ্গার শুরু হয়েছে দই ঘাটে। এক সময় এই পথেই বয়ে যেত নদীর মূল স্রোত। পরে পথ পরিবর্তনে প্রবাহ কমে। সেই সময় এই আদি গঙ্গার খনন কাজ করেন উইলিয়াম টালি। তার নামেই টালি নালা বলে আদি গঙ্গা পরিচিতি। তবে রাজ্যের (State Government) আর্থিক সহায়তা ও কর্পোরেশনের উদ্যোগে অল্প বিস্তর কাজ শুরু হয় সম্প্রতি। আদিগঙ্গা সংস্কারের জন্য প্রথম পর্যায় ৯৩৪ কোটি টাকার প্রকল্প তৈরি করেছিল কলকাতা কর্পোরেশন (Kolkata Corporation) ।

    কলকাতা পুরসভা (Kolkata Municipality) এবং রাজ্য সরকারের (State Government) উদ্যোগে বেশ কয়েকটি পদক্ষেপ ইতিমধ্যেই করা হয়েছে। মুখ্যমন্ত্রীর (Chief Minister) নির্দেশে প্রকল্পটি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীন নমামি গঙ্গে আওতাভুক্ত করানোর জন্য পাঠানো হয়। চলতি মাসে গত ২৩ ডিসেম্বর ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার ৪৬ তম কার্যনির্বাহী বৈঠকে এই কাজে ৬৫৪ কোটি টাকা অনুমোদন করা হয়।

    নদীর পাড় খাটাল মুক্ত করাই লক্ষ্য। ইতিমধ্যেই ৮০ টি ঘাটের সংস্কার করা হয়েছে। ৩০টি ক্রশ ব্রিজের উপর নেট লাগানো হয়েছে। কলকাতা পুরসভার (Kolkata Municipality) উদ্যোগে ছোটখাটো সংস্কারের কাজও চলছে। আদিগঙ্গার আমূল সংস্কার হলে এই গোটা এলাকার পরিবেশগত উন্নয়ন (Devolpoment) হবে।

    এই কাজ বাস্তবায়িত হলে ৬ লক্ষেরও বেশি বাসিন্দার আশপাশের পরিবেশই বদলে যাবে। এই সমস্ত কাজ শেষে হলে আগামী ১৫ বছর এই সমস্ত বিষয় বৈজ্ঞানিকভাবে নজরদারি ও রক্ষণাবেক্ষণ করা হবে বলে কলকাতা পুরসভা (Kolkata Municipality) সূত্রে জানা গিয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments