More
    HomeখেলাATK মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

    ATK মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

    স্বার্থের সংঘাতের অভিযোগে শেষপর্যন্ত এটিকে-মোহনবাগানের ডিরেক্টরের পদ ছাড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন এটিকে-মোহনবাগানের অন্যতম ডিরেক্টর পদে ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ। কিন্তু দুদিন আগেই সঞ্জীব গোয়েঙ্কা আইপিএল-এ লখনউ ফ্র্যাঞ্চাইজি কেনার পর স্বার্থের সংঘাতে জড়ান বোর্ড সভাপতি।

    দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসেই প্রথম প্রকাশিত হয় গোয়েঙ্কা আইপিএলে দল কেনায় বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় স্বার্থের সংঘাতে জড়িয়েছেন। গোয়েঙ্কার আরপিএসজি ভেঞ্চার্স লিমিটেড ৭,০৯০ কোটি টাকার দরপত্রের বিনিময়ে নয়া লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনে নেয়। এরপরই আইএসএলে এটিকে-মোহনবাগানের অন্যতম ডিরেক্টর পদ ধরে রাখা স্বার্থের সংঘাতের শামিল সৌরভের কাছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রশ্নের উত্তরে সৌরভ জানিয়েছেন, তিনি ডিরেক্টর পদ ছেড়ে দিয়েছেন।

    যদিও বৃহস্পতিবার সকাল পর্যন্তও ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও সৌরভকে বোর্ড অফ ডিরেক্টর্সের সদস্য হিসাবে দেখানো হয়েছে। চেয়ারম্যান হলেন সঞ্জীব গোয়েঙ্কা। আরও ডিরেক্টররা হলেন হর্ষবর্ধন নেওটিয়া এবং উত্‍সব পারেখ। সৌরভের পদ ছাড়ার বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি গোয়েঙ্কার। তবে দিন কয়েক আগে একটি বেসরকারি সংবাদমাধ্যমে তিনি বলেন, আমার মনে হয় সৌরভ মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে এবার সরে যাবে।

     

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments