More
    Homeঅনান্যAttari wagah border কাঁটাতার পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রায় ১০০ হিন্দু, নিপীড়নের...

    Attari wagah border কাঁটাতার পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রায় ১০০ হিন্দু, নিপীড়নের অভিযোগ।

    Today Kolkata:- Attari wagah border ফের কাঁটাতার টপকে পাকিস্তান থেকে ভারতে এসে পৌঁছোল হিন্দুদের দু’টি দল। প্রায় ১০০ জন হিন্দু ভারতে এসেছেন। সংবাদসংস্থা সূত্রে খবর, প্রথমে ১২ অক্টোবর ও পরে ১৪ অক্টোবর ভারতে আসেন তাঁরা। তাঁদের অভিযোগ, নিপীড়নের শিকার হয়েছেন তাঁরা। জুটেছে শুধুই বঞ্চনা। পাক হিন্দুদের ওপর অত্যাচার দ্বিগুণ হয়ে গিয়েছে বলে অভিযোগ। এই অত্যাচার তাঁরা আর সহ্য করতে পারছে না। এমনকী, সম্প্রতি পাকিস্তানে বন্যায় সরকারি ত্রাণ বণ্টনেও তাঁদের প্রতি বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ সিন্ধু প্রদেশের ওই হিন্দুদের। আক্ষেপের সুরে তাঁরা এও জানিয়েছেন, সেখানে বন্যায় অনেকের বাড়ি ভেসে গিয়েছে। থাকার মতো তাঁদের কাছে আর কিছু নেই। তার ওপর নিপীড়ন।

    তাই পাকিস্তানে আর থাকতে চান না। এমনটাই স্পষ্ট জানিয়েছেন তাঁরা। ভারতের মাটিতেই পাকাপাকিভাবে বসবাস করতে চান ভিল সম্প্রদায়ের ১০০ জন মানুষ। জানা যায়, সিন্ধু প্রদেশের তান্দো আল্লাহয়ার জেলায় তাঁরা থাকতেন। আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ঢুকে প্রথমে হরিদ্বারে পৌঁছোয় তাঁরা। সেখান থেকে কেউ যোধপুরে আবার কেউ গিয়েছেন রাজস্থানের জয়সলমীরে। উল্লেখ্য, সম্প্রতি রাজস্থানে আসা প্রায় ৮০০ জন পাকিস্তানি হিন্দুকে কিন্তু ফিরে যেতে হয়েছে। কারণ তারা ভারতে নাগরিকত্ব পায়নি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এই ১০০ জনের ভবিষ্যৎ কী হবে?

    Attari wagah border কাঁটাতার পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রায় ১০০ হিন্দু, নিপীড়নের অভিযোগ।

    Sudip Bandhyapadhya vs Tapas Roy ডোবারম্যান মানুষ নয়, কুকুরই হয়!’ আক্রমণের সুরেই তাপসকে জবাব সুদীপের।

    Laxmi bhandar দেশের সব মহিলাই যেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা, লক্ষ্মীপুজোয় প্রার্থনা সুদীপ-নয়নার।

    Purba Medinipur Administrative meeting উদ্বোধন ও শিলান্যাসের বন্যা, নজরে আজকের পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক।

    MORE NEWS – অস্ত্রোপচার হল অভিষেকের চোখে, ট্যুইটে বিরোধীদের নিশানা কুণালের।

    ফের চোখের অস্ত্রোপচার করাতে হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee)৷ দুবাইয়ের পর এবার আমেরিকার জন হপকিন্স হাসপাতালে চোখের অস্ত্রোপচার করা হল তাঁর। প্রায় ৭ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। তাতে ঝুঁকি ছিল। তবে অপারেশন সফল হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। শনিবার টুইট করে একথা জানান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। একইসঙ্গে অভিষেকের এই অস্ত্রোপচার নিয়ে বিরোধীদের একহাত নিলেন কুণাল। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments