More
    HomeখবরAvishek Banerjee কর্পোরেট সংস্থার ধাঁচে দলের নেতা-কর্মীদের কাজের রিপোর্ট চান অভিষেক।

    Avishek Banerjee কর্পোরেট সংস্থার ধাঁচে দলের নেতা-কর্মীদের কাজের রিপোর্ট চান অভিষেক।

    Today kolkata:- মুখে নয়, এবার একেবারে খাতায় কলমে হবে নথির হিসাব। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে প্রস্তুতি পর্বে গোটা রাজ্যে দলের নেতা-কর্মীদের কাজের লিখিত রিপোর্ট হাতে নিয়ে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস Avishek Banerjee। একেবারে নীচের তলা থেকে দায়িত্ব সম্পর্কে প্রত্যেক নেতা-কর্মীর ‘সক্রিয়তা’র নথি হিসেবেই এই বলা ভালো, রীতিমত কর্পোরেট সংস্থার ধাঁচে বুথ, ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত নেতা-কর্মীদের কাজের রিপোর্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসকদল। জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের জেলাগুলিতে দলীয় নেতৃত্ব ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের এই বার্তা দেওয়া শুরু হয়েছে। দলের এই নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)। মূলত সংগঠনের সক্রিয়তা যাচাই করতেই নেতা-কর্মীদের ব্যক্তিগত সক্রিয়তার রিপোর্ট চাওয়ার এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

    কে, কোথায় কীভাবে দলের সঙ্গে আছেন এবং কাজ করছেন, লিখিত রিপোর্টে সব উল্লেখ করতে হবে। এই রিপোর্টের ভিত্তিতেই পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাইয়ের কাজ করতে পারে তৃণমূল। এমনটাই অনুমান রাজনৈতিক মহলে একাংশ দলীয় সূত্রে খবর, সম্প্রতি জেলা স্তরে সংগঠনে বেশকিছু গুরুত্বপূর্ণ রদবদল করেছে তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে ব্লক ও অঞ্চল স্তরেও সেই বদলের প্রস্তুতি চলছে। এর পাশাপাশি শাখা সংগঠনের জেলা নেতৃত্বেও বড় রকমের রদবদলের পরিকল্পনা রয়েছে বলে খবর। দায়িত্ব বণ্টনের কাজ শেষ হলেও দল ও শাখা সংগঠনের কাছ থেকে ওই রিপোর্ট নেওয়া শুরু হবে। উত্তরবঙ্গের জেলাগুলির বাছাই করা সাংগঠনিক পদাধিকারী ও এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যেই এ নিয়ে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গের জেলাগুলি নিয়েও এই বৈঠক শুরু হয়েছে।

    Avishek Banerjee কর্পোরেট সংস্থার ধাঁচে দলের নেতা-কর্মীদের কাজের রিপোর্ট চান অভিষেক।

    MORE NEWS – কলকাতায় ডেঙ্গুতে মৃত কিশোর! জরুরি বৈঠক নবান্নে।

    এক বিপদের রেশ টেনে ধরতে না ধরতেই আরেক বিপদ এসে হাজির হল। করোনা অতিমারী কিছুটা নিয়ন্ত্রণে আসতেই বাড়ছে ডেঙ্গুর (Dangue virus) প্রকোপ। বৃহস্পতিবারই শহরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এক কিশোরের। বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল কালীঘাট এলাকার ওই স্কুল পড়ুয়া। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, ওই ঘিঞ্জি এলাকায় ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত ২২ জন। যা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। পরিস্থিতি পর্যালোচনা করতে নবান্নে জরুরি বৈঠক ডাকা হয়েছে। এদিন বৈঠক ডেকেছেন মুখ্য সচিব। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments