More
    HomeখবরAyan Sil নিয়োগ দুর্নীতি চক্রের আরেক চরিত্র অয়ন শীল, অয়ন শীলের বাড়ি...

    Ayan Sil নিয়োগ দুর্নীতি চক্রের আরেক চরিত্র অয়ন শীল, অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার ২০১২ টেটের নথি, খবর ED সূত্রে।

    Today Kolkata:- দফায় দফায় জিজ্ঞাসাবাদ। অবশেষে, ভোর রাতে গ্রেফতারি। প্রকাশ্যে এল নিয়োগ দুর্নীতি চক্রের আরেক চরিত্র অয়ন শীল। ইডি- সূত্রের খবর, এই অয়ন শীলের (Ayan Sil) বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ২০১২ সালের টেট এর নথিও। এর আগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে শুধুমাত্র ২০১৪ সালের টেট-এর নথি উদ্ধার করেছিলেন ইডির (Enforcement Directorate) গোয়োন্দারা। কিন্তু এখানে শুধুমাত্র ২০১৪ সালের নয়, নথি মিলেছে ২০১২-র টেট-এরও। তা থেকেই সনদেহ দানা বাঁধতে শুরু করেছে। তবে কি এই নিয়োগ দুর্নীতির শিকড় অতীতের আরও গভীরে লুকিয়ে ?

    এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ২০ জন এজেন্টের নাম পেয়েছেন ইডির (Enforcement Directorate) আধিকারিকরা। এই এজেন্টরাই চাকরির বিনিময়ে টাকা তোলা , চাকরিপ্রার্থী জোগাড় করার কাজ করত বলে দাবি গোয়েন্দাদের। ED সূত্রে খবর, এই এজেন্টরা মাঝে মধ্যেই যেতেন অয়ন শীলের অফিসে। সেখানেই নাকি হতো টাকার লেনদেন। এখনও পর্যন্ত, ৫০ – ৬০ কোটি টাকার লেনদেন হয়েছে বলে দাবি করেছে ইডি (Enforcement Directorate) । সেই লেনদেনের ডিজিটাল ডকুমেন্টস ও কাগজে লেখা নথিও নাকি পেয়েছেন ইডি-র তদন্তকারীরা। অয়নের কম্পিউটার অফিসের আড়ালে নিয়োগ দুর্নীতির কারখানা চলতো রমরমিয়ে। দাবি ইডির (Enforcement Directorate)।

    Ayan Sil নিয়োগ দুর্নীতি চক্রের আরেক চরিত্র অয়ন শীল, অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার ২০১২ টেটের নথি, খবর ED সূত্রে।

    ব্যক্তিগত কারণে অনুপস্থিত , আইনজীবীকে পাঠিয়ে সিবিআই হাজিরা এড়ালেন ‘কালীঘাটের কাকু’ সুজয় কৃষ্ণ ভদ্র

    Weather North South উত্তর ও দক্ষিণবঙ্গের নয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা , বুধবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।

    Priyanka Banerjee “পুরোটা জানতাম না” – স্বামীর সম্পত্তির প্রতিপত্তিতে হতবাক শান্তনু-পত্নী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়।

    MORE NEWS – ট্রায়াল চলছিল, যাত্রী পরিষেবার জন্য সবুজ সংকেত , অবশেষে ট্র্যাকে এল বহু প্রতীক্ষিত ডালিয়ান রেক।

    অপেক্ষা ছিল বহুদিনের। ট্রায়ালও চলছিল। অবশেষে, ট্র্যাকে এল বহু প্রতীক্ষিত ডালিয়ান রেক ( MR-501)। শুক্রবার বিকেল থেকে শুরু হল বাণিজ্যিক পরিষেবা। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা (Arun Arora) , দমদম মেট্রো স্টেশন থেকে এই নতুন রেকটি চালু করেন৷ ২০১৯ সালের মার্চ মাসে এই ধরনের রেক প্রথম আসে শহরে। দফায় দফায় ট্রায়াল রান চলে ডালিয়ান রেকের। সেই ট্রায়ালের রিপোর্ট জমা করেন নির্মাণকারী সংস্থার ইঞ্জিনিয়াররা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments