More
    HomeখবরBaguihati case বাগুইআটি-তদন্তে গাফিলতির অভিযোগ মমতার, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মমতা।

    Baguihati case বাগুইআটি-তদন্তে গাফিলতির অভিযোগ মমতার, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মমতা।

    Today Kolkata:- বাগুইআটি (Baguihati case) অপহরণ ও জোড়াখুন-কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে রীতিমত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে রাজ্য প্রশাসনের পর্যালোচনা বৈঠকেই পুলিশের ভূমিকায় নিজের মনোভাব বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবীয়ের সামনেই তিনি ভর্ৎসনা করেন বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে।পুলিশি তদন্তে স্বয়ং পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দায়সারা মনোভাব’ দেখছেন বলেও নবান্ন সূত্রে খবর।
    ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বাগুইআটি থানার আইসি-কে৷ ঘটনার তদন্তের দায়িত্বে থাকা বাগুইআটি থানার এক এএসআই পদমর্যাদার আধিকারিককেও সাসপেন্ড করা হয়েছে৷ এদিন প্রশাসনিক বৈঠকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ বাড়িতে বসে থাকছে। ভাবছে সেখান থেকেই অফিস চলবে।

    Teacher Day ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে, শিক্ষক দিবসে ঘোষণা মমতার।

    কোনও কোনও পুলিশ কিছু কাজ করছে আর তার জন্য পার্টির বদনাম হচ্ছে। মধ্যরাতে বিভিন্ন এজেন্সি অনেকের বাড়িতে চলে যাচ্ছে। পুলিশের কাছে কোনও খবর থাকছে না।” নবান্ন সূত্রে এও জানা গিয়েছে, সুপ্রতিমকে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, ‘‘কেন সিআইডির মিসিং স্কোয়াডকে খবর দেওয়া হল না?’’ একইসঙ্গে বিধাননগরের পুলিশ কমিশনারকে সাফ জানান, ওই ঘটনার তদন্তে ‘‘অবহেলা হয়েছে।’’ এরপর ক্ষোভের সঙ্গে মমতা প্রশ্ন করেন, ‘‘সমন্বয় নেই কেন? কেন এত দায়সারা মনোভাব?’’ এদিনের এই বৈঠক থেকেই উত্তর ২৪ পরগণার জেলাশাসককে সব পুলিশ জেলার এসপি, কমিশনারদের নিয়ে বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    Baguihati case বাগুইআটি-তদন্তে গাফিলতির অভিযোগ মমতার, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মমতা।

    Asia Cup 2022 বাবরদের জয়ে এশিয়া কাপ থেকে ছুটি রোহিতদের, কোন দুই দল ফাইনাল খেলবে?

    Weather update বুধবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা, কলকাতা সহ জেলার ওয়েদার আপডেট।

    MORE NEWS – আরও ১১২ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ দিল হাই কোর্ট।

    এবার আরও ১১২ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। ২৮ সেপ্টেম্বর ১১২ জনকে চাকরির নির্দেশ দিয়েছেন বিচারপতি। জানা গিয়েছে, মোট ১৮৯ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন বিচারপতি স্পষ্ট জানান, পুজোর আগে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের চাকরির বন্দোবস্ত করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২৩ জন চাকরিপ্রার্থীকে প্রাথমিকে নিয়োগ করার নির্দেশ দেন। মঙ্গলবার আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments